খুকসি দূর করার ১০ টি প্রাকৃতিক উপায় সম্পর্কে জেনে নিন

শীতের শুষ্ক মৌসুম গুলোতে দেখা দেয় খুশকি প্রবণতা।তাই কমবেশি সবার মাথায় এ খুশকি সমস্যা গুলো দেখা দেয়। মাথায় খুকসি হওয়ার ফলে চুলকানি হয়ে থাকে। শুষ্ক মৌসুমে মাথার খুশকি সমস্যা বেড়েই থাকে। তাই খুশকি প্রকোপ বাড়াতে এ সময় গুলোতে বাড়তি যত্ন নেওয়া দরকার। 
খুকসি দূর করার ১০ টি প্রাকৃতিক উপায় সম্পর্কে জেনে নিন
আপনার মাথার খুকসি সমস্যা দূর করার জন্য, প্রাকৃতিক উপাদান গুলো ব্যবহার করতে পারেন, খুশকির জন্য প্রাকৃতিক উপাদান গুলো বেশ উপকারী। কারণ রাসানিক উপাদানগুলো মাথার ত্বকের ক্ষতি করে থাকে।আসুন জেনে নেই খুশকি দূর করার ১০ টি প্রাকৃতিক উপায় সম্পর্কে।

ভূমিকা

শীতকালে বেড়ে থাকে প্রচন্ড পরিমাণে খুশকির প্রকোপ। এবং এর সময়তে শুষ্ক মাথায় ত্বকের চুলকানি বেশি হয়ে থাকে। শুষ্ক আবহাওয়া, ঠান্ডা বাতাস, এবং তার সাথে ম্যালাসেজিয়া ছত্রাকের প্রকোপের ফলে শীতের মৌসুমে অন্যান্য সময়ের থেকে বেশি খুশকির উপদ্রব বেড়ে যায়।আপনি যত অ্যান্টি ড্রানড্রাফ শ্যাম্পু ব্যবহার করে থাকেন না কেন খুশকি বার বার ফিরে আসে। আপনি খুব সহজ উপায়ে প্রাকৃতিকভাবে খুশকি দূর করার চেষ্টা করতে পারেন। এতে করে আপনার চুলের স্বাস্থ্য সুন্দর ও উজ্জ্বল হবে এবং ভালো থাকবে।তবে কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই খুশকি দূর হবে। খুবসি দূর করার ১০ টি প্রাকৃতিক উপায় গুলো জেনে নেওয়া যাক।

খুশকি দূর করার ১০ টি প্রাকৃতিক উপায়

  • মুলতানি মাটি চুলের জন্য বেশ কার্যকরী, মুলতানি মাটি চুলের যত্নে ব্যবহার করতে পারেন। এবং এটি খনিজ ও পুষ্টির একটি সমৃদ্ধ উৎস , যার কারনে যেকোনো ব্যাকটেরিয়া বৃদ্ধি ও খুশকি দূর করতে দুর্দান্ত কাজ করে থাকে। তার পাশাপাশি চুলের ফলিকলকে শক্তিশালী গড়ে তোলে। এবং মুলতানি মাটির সাথে লেবুর রস একত্রে মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর এই মিশ্রণ পেস্ট চুলায় গুড়ায় মেসেজ করতে থাকুন, কয়েক মিনিট পর্যন্ত। এরপর ১৫/৩০ মিনিট অপেক্ষা করার পরে হালকা উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • চুলের শ্যাম্পু করার আগে, আপনি অ্যালোভেরা জেল দিয়ে চুল ভালোভাবে ঘুষে লাগান। অ্যালোভেরা জেল যদি নিয়মিত ব্যবহার করলে, ধীরে ধীরে কমে আসবে খুশকির প্রকোপ।
  • সমপরিমাণে আপেলের সিডার ভিনেগার, ও পানি এই মিশ্রণটি আপনার মাথার ত্বকে ভালোভাবে ঢেলে দিন।এটি কমপক্ষে ১৫ মিনিটের মতো রাখতে হবে। কিছুক্ষণ পর এটা ধুয়ে ফেলুন।
  • শ্যাম্পুর সাথে লবণ হাতের তালুতে নিয়ে মিশাই নিন। এবং এই লবণ মিশ্রিত শ্যাম্পু ঘষে ঘষে আপনার চুলের গোড়ায় লাগান। তারপর চুল ধুয়ে কন্ডিশন ব্যবহার করুন।
  • এবং সমপরিমাণে নারকেলর তেল ওর লেবুর রস একত্রে মিশিয়ে, এই মিশ্রণটি আপনার চুলের গোড়ায় লাগান। তারপর ভালোভাবে মেসেজ করুন ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর চুলে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
  • চুল ভেজানোর পর মাথার ত্বকে ব্রেকিং সোডা লাগান। ১০/১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • এবং অ্যালোভেরা জেলের সাথে লবণ মিশ্রণ করে চুলের গোড়ায় লাগান। খুশকি চুলকানি ও অত্যাচার থেকে মুক্তি পাবেন।
  • নারকেল তেলের সাথে ৫-৭ ফোটা টি ট্রি অয়েল লাগানোর পর আপনার মাথার ত্বকে মেসেজ করুন। এবং শ্যাম্পু করার আজ পর্যন্ত ৩০/৪০ মিনিট অপেক্ষা করুন। এবং সেই সাথে শ্যাম্পু সঙ্গে টি ট্রি মিশালে ভালো উপকার পাবেন।
  • মেথি চুলের জন্য বেশ উপকারী, টাইম মেথি সারারাত ভিজিয়ে রাখে পরের দিন সকালে তা বেটে নিবেন। এবং মেঝের পেস্ট এর সঙ্গে টক দই ভালোভাবে মিশ্রণ করে চুলে লাগান। তারপর ৩০ /৪০ মিনিট পর তা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • ৩/৪ টেবিল চামচ আদা বাটার সঙ্গে ৩ তিন টেবিল চামচ টক দই মিশান। এবং এই হেয়ার প্যাকটি চুল ও মাথার তালুতে ভালোভাবে ব্যবহার করুন। এরপর ১/২ ঘন্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

চিরতরে খুকসি দূর করার উপায়

আপনি যদি চিরতরে খুব কি থেকে মুক্তি পেতে চাইলে আয়ুর্বেদিক কোন টোটকায় ব্যবহার কলে যা আপনার চিরতরে খুশকি দূর হবে তা সম্পর্কে জেনে নিন।

নিমঃখুশ কি সমস্যার জন্য নিম বেশ কার্যকর। মাথার স্ক্যাল্পে ধুলো ময়লা জমার কারণে এই খুশকি সমস্যা দেখা দেয়। আবার আদ্রতা কমার এই কারণ গুলোতে খুশকির সমস্যা দেখা দিয়ে থাকে। তাই নিমের মধ্যে রয়েছে এন্টিফাঙ্গাল উপাদান। যার ফলে আপনি নিমপাতা বেটে স্ক্যাল্পে লাগাতে পারেন। এছাড়াও নিম তেল মাথায় ব্যবহার করতে পারেন। এতেও আপনার খুশকি সমস্যা থেকে অনেকটা দূর হয়ে যেতে পারে।


অ্যালোভেরাঃ খুশকি সমস্যা থেকে দূর করার অ্যালোভেরা জেল বেশ উপকারী। এবং অ্যালোভেরা জেল খুশকির জন্য বেশ ভালো কাজ করে। অ্যালোভেরার দিয়ে হেয়ার প্যাক বানিয়ে এই মিশ্রণটি আপনি মাথার ত্বকে লাগান।পাঁচ মিনিট রাখার পর এটা ধুয়ে ফেলুন। এবং সপ্তাহে একবার করে যদি আপনি হেয়ার প্যাক ব্যবহার করলে, দেখবেন খুকসি সমস্যা দূুর হয়ে যাবে।

মেথিঃ চুলের সমস্যায় মেথি খুব ভালো কাজ করে।এবং মেথি আগের দিন রাতে পানিতে ভিজিয়ে রাখুন।পরের দিন সকালে ভিজানো মেথি বেটে নিন। মেথির সাথে লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিন। এটা আপনি হেয়ার প্যাক হিসাবে ব্যবহার করতে পারেন। তাছারা ও নারিকেল তেলে সাথে মিথি ভালোভাবে ফুটিয়ে নিতে হবে।এই ফুটানো তেলটি আপনার চুলে নিয়মিত ব্যবহার করতে পারেন।

জবা ফুলঃ চুলের পরিচর্যার জন্য আপনি জবা ফুল ব্যবহার করতে পারেন।এবং আপনি নারিকেল তেলের সাথে জবা ফুল ফুটিয়ে নিন। তারপর ওই তেল গুলো আপনার মাথায় চুলে ও স্ক্যাল্পে ম্যাসেজ করুন। এতে থেকে খুকসির সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

লেখকের মন্তব্য

কম বেশি সবাই এই খুকসি সমস্যা ভুগে থাকেন।আমরা খুকসি দূর করার জন্য ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিক উপাদান চুলে ব্যবহার করলে, চুলে কোন ক্ষতি হয় না।কারণ রাসায়নিক উপাদানগুলো আমাদের চুলের ত্বকে ক্ষতি করতে পারে। এবং যদি খুশকি দূর না হয়, তাহলে চিকিৎসকে পরামর্শ নিয়ে শ্যাম্পু ব্যবহার করতে হবে। আশা করি এ আর্টিকেল থেকে আপনি অনেক কিছু জানতে পেরেছেন , ভালো থাকবেন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url