স্কিনশট গ্রামাটিকাল কপিরাইটিং আর্টিকেল স্পিনিং কিওয়ার্ড সম্পর্কে জানুন

আমরা স্ক্রিনশট টেকনিকস, গ্রামাটিক্যাল এরো চেকার, কপিরাইটিং বিশ্লেষণ, plagiarism কি, আর্টিকেল স্পিনিং ও স্ক্রাপিং বিশ্লেষণ, Buying কিওয়ার্ড ব্যাংক করে টাকা ইনকাম করা। এসব তথ্যগুলো অনেকেরই অজানা, এবং এগুলো কি দিয়ে কিভাবে কাজ করে আমরা অনেকে জানি না।
স্কিনশট  গ্রামাটিকাল কপিরাইটিং আর্টিকেল স্পিনিং কিওয়ার্ড সম্পর্কে জানুন
এগুলো এগুলো অনেক গুরুত্বপূর্ণ জিনিস। তাই এগুলো জানা আমাদের খুব দরকার।স্ক্রিনশট, গ্রামাটিকাল, কপিরাইটিং, আর্টিকেল স্পিনিং কিওয়ার্ড সম্পর্কে বিস্তারিত দেওয়া হল।

ভূমিকা 

স্ক্রিনশট টেকনিকস, গ্রামাটিকাল, কপিরাইটিং, আর্টিকেল স্পিনিং ও স্ক্রাপিং  এবং কেয়ার সম্পর্কে অনেকেরই অজানা। এগুলো সম্পর্কে ধারণা নেওয়া ট আমাদের খুবই জরুরী এবং গুরুত্বপূর্ণ। প্রায় অনেক মানুষই এগুলো সম্পর্কে জানে না। যারা অনলাইনে কাজ করে থাকেন এবং মার্কেটিং প্লেস এ কাজ করেন, তাদের জন্য এই সেকশনগুলো খুবই কার্যকরী ও গুরুত্বপূর্ণ।আসুন এগুলা সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেই। 

স্ক্রিনশট টেকনিকস

কোন কিছু পোস্ট বা লেখার জন্য স্ক্রিনশট ব্যবহার করা হয়।স্ক্রিনশট টেকনিক সম্পর্কে জানবো। এবং আর্টিকেল স্ক্রিনশট যুক্ত করার নিয়ম সম্পর্কে আলোচনা করব।

কোন কিছু ফেসবুক, মেসেঞ্জার বা কোন ফুল স্ক্যান করে, স্ক্রিনশট ব্যতীত ইচ্ছামতো কেটে বাছাই করে, ফোকাস নেওয়া কে স্ক্রিনশট টেকনিস বলা হয়।এবং স্ক্রিনশট টেকনিক ব্যবহার করলে অনেক ভালোভাবে দেখাও বুঝা যায়।

কোন কিছু পোস্ট আপলোড করার সময় আপনার যতটুকু পোস্ট দেখানো দরকার আপনি ঠিক,ততটুকু পোস্ট স্ক্রিনশট নিয়ে বাকিগুলো কেটে দিবেন। এতে করে দেখতে অনেক ভালো লাগবে। এবং যে পোস্ট আপলোড করে পুরো বক্স মার্ক করে নিয়ে তার ভিতরে ফোকাস কোন কিছু দেখাতে চাইলে স্ক্রিনশট ব্যবহার করতে হবে।

এবং মোবাইল ফোন থেকে স্ক্রিনশট নিলে volume up- And Power Batten একসাথে চাপ দিলেই হয়ে থাকে। এবং ল্যাপটপে বা ডেস্কটপে কোন স্ক্রিনশট নিলে Snipping tool দারা ব্যবহার করতে হবে।ফটোশপ স্ক্রিনশট মডিফাই।

প্রথমে Snipping tool দারা কাট করে নিয়ে, সেভ করে নিতে হবে। এবং ফটোশপ ওপেন করে control+o একসাথে চাপ দিতে হবে। এবং অতিরিক্ত অংশ control tool এর মাধ্যমিক কেটে নিতে হবে। এবং Right click করে clean Ratio করে নিবেন। এবং ইচ্ছামত ও সমান করে নিতে হবে।এবং কোন কিছু বর্ণনা করার জন্য স্ক্রিনশটের উপরে জলছাদ দেওয়ার জন্য ডিসপ্লের উপরে আমাদের নাম দিতে হবে।Control + A এ দিয়ে সিলেট করে Text Colour দিয়ে ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন। এবং Text tool লিখে Control+ t দিয়ে ট্রানসলেশন করে টেনে বড় করে নিতে হবে। Leyar থেকে oparcty 10% আবজা করেনিতে হবে।এবং সেভ করার জন্য Control+Shift+Altar+f দিয়ে সেভ করে নিতে হবে।

গ্রামাটিক্যাল এরর চেকার

গ্রামাটিক্যাল হচ্ছে কোন কিছু লেখা লেখির মধ্যে যদি ভুল হয়ে থাকে তাহলে গ্রামটিকাল ব্যবহার করা হয় দুই ধরনের হয়ে থাকে বাংলা গ্রামাটিক্যাল ও ইংরেজি গ্রামাটিকাল।এবং ইংরেজিতে ব্রাউজার গুলো বেশি সাপোর্ট করে থাকে, বাংলায় তেমন একটা সাপোর্ট করে না।

ব্যাসিক এরর চেক করাঃ কোন ইংরেজি পোস্ট লেখার ক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে তার নিচে আন্ডার লাইন মার্ক দেখাবে। এবং এই ভুলগুলো সংশোধন করার জন্য রাইট ক্লিক করার পর ঠিক করে নিতে হবে। এতে করে ভুল ইংরেজি বানান গুলো ঠিক হয়ে যাবে।

বাংলা গ্রামাটিক্যালঃ কোন বাংলা পোস্ট লেখার পর যদি বানান ভুল হয়ে থাকে এবং বাংলা বানান সংশোধন করার জন্য প্রথমে ড্রাফ আকারের লাইন বাই লাইন Avro Spell Chccker সফটওয়্যারের মাধ্যমে লিখতে পারেন বাংলা লেখা গুলো সংশোধন হয়ে যাবে।

কপিরাইটিং বিশ্লেষণ

কপিরাইটিং অনেক ইম্পরট্যান্ট একটা জিনিস আমরা অনেকেই জানিনা এ সম্পর্কে। কফি রাইটিং হচ্ছে কোন কিছুই সত্তাধিকারী, বা সেই লেখার মালিক হিসেবে তাকে গণনা করা হয়।
কফি পেস্ট হচ্ছে কোন জায়গা থেকে নিয়ে অন্য জায়গায় পেস্ট করে বসানোকে কপি পেস্ট বলা হয়।
কপিরাইটিং এর মধ্যে রয়েছে
  • Attention
  • Promise
  • Call to action
Attention 
কোন কিছুর সার্ভিস বিক্রি করা বা সেবা পৌঁছে দেওয়া এবং আপনি যদি ডিজিটাল মার্কেটিং করেন বা কোন কিছু বিজ্ঞাপন দিতে চান এবং এর প্রথম উদ্দেশ্যই হবে কাস্টমারকে অ্যাটেনশন করা।

Promise
আপনার বিজ্ঞাপন বা সেবা যথারীতিভাবে ঠিকভাবে পালন করেন এবং সেই এই কাজ করে সেই লেভেলে পৌঁছে দেওয়া।এবং কোন কিছু বিজ্ঞাপন প্রমিস এর মাধ্যমে থাকতে হবে।

Call To Action
কোন কাজ বোঝানোর পর আপনি যদি সক্ষম হয়ে থাকেন তখন আপনি প্রমিস এর মাধ্যমে কাস্টমারকে সেবা দিয়ে, কোন প্রডাক্ট বিক্রি করা এটাকেই বলা হচ্ছে Call To Action

Plaglarisen- কি? কেন করবেন না

অন্যের লেখা কপি করে নিজের পোস্টের ভিতরে পেস্ট করে চালিয়ে নেওয়া কে Plaglarisn বলে।
এবং কিছু লেখা চেক করার জন্য একটি লিংক ওপেন করে Copyscope.com এই ওয়েবসাইটে আসতে হবে এবং Copy করে লিংকটি বসিয়ে Go তে চাপ দিতে হবে। এবং কোন একটা পোস্ট কপি করছে দেখতে চাইলে Copyscope.com গিয়ে search অপশনে গিয়ে search করে দেখতে হবে। এবং সেটা কপি করা থাকলে ধরা পড়বে।

আর্টিকেল স্পিনিং ও স্ক্রাপিং বিশ্লেষণ ?

আর্টিকেল স্পিনিং কি ও আর্টিকেল স্ক্রাপিং এর কি কাজ তা পুরো বিষয় নিয়ে আলোচনা করা হলো।

আর্টিকেল স্পিনিংঃ বর্তমানে একটি আর্টিকালের লেখার ভিতর সব মিলিয়ে ২০০০ শব্দ আছে। সেখান থেকে ১০০০সেনোনিয়েন বা অন্য কোন শব্দ দিয়ে চেঞ্জ করা হয় তাকে আর্টিকেল স্পিনিং বলে। Free- article - spinner.com

এই ওয়েবসাইটে একটি পোস্টকে দুইটি ভাবে কনভার্ট করা হয় যা একে অপরের সাথে কোন মিল থাকে না। আর্টিকেল স্পেলিং হচ্ছে অন্য একটা আর্টিকেল থেকে আরেকটা আর্টিকেল রূপ করাকেই আর্টিকেল স্পেলিং বলে।

আর্টিকেল স্ক্রাপিংঃ যে বিষয়ে আর্টিকেল লিখব সে বিষয়ে একটা কিওয়ার্ড দিয়ে স্ক্রাব বাটন চাপ দিলে অটোমেটিক আর্টিকেল লিখে দেয়। এবং এটাকে আর্টিকেল স্ক্রাপিং বলে।

Buying কিওয়ার্ড ব্যাংক করে টাকা ইনকাম করা

Buying কিওয়ার্ড ব্যাংক করে কিভাবে আপনি টাকা ইনকাম করবেন তার সম্পর্কে আলোচনা করা হলোঃ

কোন কিছু সার্চ দিয়ে অন্য একটি প্রোডাক্ট সম্পর্কে জানতে চাওয়া,এবং সে প্রোডাক্টগুলো বিক্রি করবে কিনা তা সম্পর্কে আলোচনা করা,এটাকে বলা হয় এফিলেট মার্কেটিং। কোন কিছু এড করার মাধ্যমে বিক্রি করে ইনকাম করাকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলা হয়।

লেখকের মন্তব্য

উপর থেকে আমরা অনেক কিছু শিখলাম এবং তার সম্পর্কে অনেক কিছু জানলাম। স্ক্রিনশট টেকনিক,গ্রামটিক্যাল, কপিরাইটিং,আর্টিকেল স্পিনিং ও স্ক্রপিং এগুলো সম্পর্কে বিস্তারিত জানলাম যেগুলো আমাদের অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের জানাটা খুবই দরকার।কারণ এগুলো সম্পর্কে অনেকে ধারণা থাকেনা। আশা করি আপনাদের এগুলো অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্য কমেন্ট করে জানাবেন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url