ময়মনসিংহ বিভাগ ও ঐতিহ্য জেলা সম্পর্কে বিস্তারিত জানুন

বাংলাদেশের ৮ টি বিভাগের মধ্যে ময়মনসিংহ একটি বিভাগ। এবং ময়মনসিংহ একটি উন্নত মানের বিভাগ ও জেলা। ময়মনসিংহ অনেক ঐতিহ্য ঘিরে রয়ছে। এবং আরও রয়ছে জেলা ও উপজেলা। এবং ময়মনসিংহ দর্শনিয় স্থান ও রয়ছে। আমরা এখন থেকে ময়মনসিংহ সম্পর্কে বিস্তারিত জানব।
ময়মনসিংহ  বিভাগ ও ঐতিহ্য জেলা সম্পর্কে বিস্তারিত জানুন
আমরা অনেকে ময়মনসিংহ বিভাগ সম্পর্কে কিছু জানি না। এবং ময়মনসিংহ দেখার মতো অনেক কিছু রয়ছে। আসুন আমরা ময়মনসিংহ বিভাগ ও ঐতিহ্য জেলা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। এবং এখান কার দর্শনিয় স্থান গুলো সম্পর্কে জানব। 

ভূমিকা

বাংলাদেশের অষ্টম বিভাগ ময়মনসিংহ বিভাগ । বাকি বিভাগ গুলোর মধ্যে ময়মনসিংহ বিভাগ ত হচ্ছে একটু ছোট বিভাগ । ময়মনসিংহ বিভাগের নাম টা অনেক সুন্দর ।

ময়মনসিংহ বিভাগটি ও অনেক সুন্দর একটি জায়গা । ময়মনসিংহ বিভাগটি বাংলাদেশের অন্য বিভাগ গুলোর মধ্যে ছোট । আমরা এখন থেকে ময়মনসিংহ বিভাগ সম্পর্কে জানবো। ময়মনসিংহ জেলায় অনেক মসজিদ রয়েছে । অনেক দর্শনীয় স্থান রয়েছে ।

ময়মনসিংহ বিভাগের সৃষ্টি      

ময়মনসিংহ  জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলা নিয়ে অবস্থিত।বাংলাদেশ একটি অষ্টমতম প্রশাসনিক বিভাগ ঘোষণা করা হয়। এবং ১৮২৯ সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠার সময় থেকে ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর ময়মনসিংহ বিভাগ কে ঘসনা করা হয় বৃহত্তর ঢাকা বিভাগের অংশ ছিল। ২০১৫ সালের ১২ই জানুয়ারি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার থেকে ঢাকা বিভাগ ভেঙ্গে নতুন গঠনের ঘোষণা দেন। পরবর্তীতে ২০১৫ সালের ১৪ই সেপ্টেম্বর ময়মনসিংহ জামালপুর শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে গঠিত হয় ময়মনসিংহ বিভাগ।

ময়মনসিংহ বিভাগের নাম করন 

সাহিত্য সংস্কৃতি শিক্ষা ও ঐতিহ্যের সুতি গাধার বৃহত্তম ময়মনসিংহ বৃত্তিমূল জনপদ। এর ভৌগলিক পরিবেশ বিচিত্র হয় ময়মনসিংহ এর অঞ্চলের মানুষের সামাজিক জীবন চারিত্রিক বৈশিষ্ট্য ও জীবিকা ও সংস্কৃতি বৈচিত্র্যপূর্ণ। প্রবাদ আছে হাওর মহিষের সেই জঙ্গল এ নিয়ে ময়মনসিংহ। জেলা না ময়মনসিংহ নিয়ে ইতিহাসবিদদের মাঝে ভিন্নমত প্রচলিত আছে। 

১৬০০ শতা দিতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ এর পুত্র সৈয়দ নাসির উদ্দিন স্যারের জন্য এই অঞ্চলে একটি সুন্দর রাজ্য গঠন করেছিলেন। সেই থেকে নছরাস হয়ে বা নসিরা বাদ নামে সৃষ্টি। মহুয়া মালুয়ার দেশ ময়মনসিংহ বিভাগের নাম ছিল নাসিরাবাদ। ১৯৬৯ তে প্রকাশিত এর ম্যাপ এর মমিশিং নামটির বর্তমান ময়মনসিংহ অঞ্চলকেই নির্দেশ করে।

ময়মনসিং বিভাগের ভৌগোলিক অবস্থান ও সীমান         

ময়মনসিংহ ২৪°১০" উত্তর অক্ষাংশ রয়ছে ময়মনসিংহ বিভাগে এটা ৯০°২৫" পূর্ব দ্রাঘিমাংশে এটা অবস্থিত।এবং ময়মনসিংহ বিভাগের মধ্যে উত্তরে রয়ছে ভারতের মেঘালয় রাজ্য দক্ষিণে রয়ছে এবং ঢাকা বিভাগ পূর্বে সিলেট বিভাগ পশ্চিমের অংক বিভাগ ও রাজশাহী বিভাগ অবস্থিত। প্রথম নদ নদী গুলো হল পুরাতন ব্রহ্মপুত্র ,সুতিয়া, কংস ,সমেস্বরী, নিতাই, যমুনা ব্রহ্মপুত্র , কংস ও ভোগ ইত্যাদি। 

ময়মনসিংহ বিভাগের মুক্তিযুদ্ধ স্মৃতি স্থান

ময়মনসিংহ: বড়বাজার, কালীবাড়ি ডাকবাংলো, কেওয়াট খালি ,রেলওয়ে কলোনি নি,উমার্কেটের কাছারি ঘাট, সাহেবপাড়া। 

জামালপুর: ধানুয়া কামালপুর ,ব্রহ্মপুত্র নদীর শ্মশান ঘাট, সরকারি আশেক মাহমুদ , কলেজের ডিগ্রী হোস্টেল, পিটিআই বক্তা রেস্ট হাউস, ইসলামপুরের ফুল কান্দি খান পাড়া।

নেত্রকোনা: ঘাগাটিয়া নদীর তীর ,মগরা সেতু, কলমাকান্দা নাজিরপুর, মোহনগঞ্জ বটতলী, নেত্রকোনা নাগরা কৃষি ফার্মেস ,চল্লিশা রেলস্টেশন ইত্যাদি।

ময়মনসিংহ বিভাগের দর্শনীয় স্থান

ময়মনসিংহ বিভাগের কিছু দর্শনীয় স্থানসমূহ কেন উল্লেখ করা হলো:
  • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 
  • আলেকজান্ডার ক্যাসেল
  • জয়নুল আবেদীন সংগ্রহশালা
  •  কবি নজরুলের স্মৃতিময়
  • ত্রিশালের দাড়ির রামপুর
  •  হযরত শাহজামা রাঃ ও হযরত শাহ কামাল রাঃ মাজার শরীফ
  • দয়াময়ী মন্দির
  • হযরত শাহ সুলতান কমিউর উদ্দিন রুমির মাজার শরীফ
  • বিজয়পুরের পাহাড়ে সিনেমাটির সৌন্দর্য অবকাশ কেন্দ্র
  •  মধুটিলা ইকোপার্ক
  •  নাকুগাঁও স্থলবন্দর ইত্যাদি

ময়মনসিং বিভাগের জেলা সমূহ:

ময়মনসিংহ বিভাগ চারটি জেলা নিয়ে গঠিত জেলা গুলো হলো :
  • শেরপুর জেলা
  • ময়মনসিংহ জেলা
  • জামালপুর জেলা
  • নেত্রকোনা জেলা

লেখকের মন্তব্য

আমরা পর থেকে জানলাম ময়মনসিংহ বিভাগে চারটি জেলা গঠিত । জেলাগুলো ওপরে উল্লেখ করা হলো। ময়মনসিংহ ময়মনসিংহ জেলায় অনেক দর্শনীয় স্থান রয়েছে মসজিদ রয়েছে মন্দির রয়েছে। রয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতিচারণ স্থান যেখানে মুক্তিযুদ্ধের অনেক চিহ্ন পাওয়া যায়। পরিবার নিয়ে যাওয়ার মত জায়গা ময়মনসিংহ। ময়মনসিংহে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে এর বেশিরভাগই অঞ্চলে গ্রামে গ্রামের সবুজ দৃশ্য আমাদের চোখের জন্য অনেক উপকার m জায়গাটি ঘোরাফেরার জন্য অনেক উপযুক্ত একটি জায়গা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url