খুলনা বিভাগ ও ঐতিহ্য জেলা সম্পর্কে বিস্তারিত জানুন
খুলনা বিভাগ ও ঐতিহ্য জেলা সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো। আমরা জানি যে বাংলাদেশ ৮ টি বিভাগের মধ্যে খুলনা একটি বিভাগ, আয় বিভাগের জেলা,অইতিজ্জ,ইতিহাস সম্পর্কে আজকে আমরা জানব। কারণ খুলনা বিভাগ চিনে থাকলেও তার ইতিহাস সম্পর্কে কয়জন জানি বলেন।এখান থেকে আমরা খুলনা বিভাগ সম্পর্কে সব জানবো।
খুলনা বিভাগে অনেক কিছু রয়ছে, যা আমরা কম বেশি সবাই জানিনা। এবং খুলনা বিভাগে নানা ধরণের বৈষম্য রয়ছে । খুলনা বিভাগের মধ্যে সুন্দরবন রয়ছে। যা পুরো বাংলাদেশ নিয়ে উল্লেকযজ্ঞ,নিয়ে ঘিরে রয়ছে এই সুন্দরবন। আসুন তাহলে আজ খুলনা বিভাগ ও ঐতিহ্য ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানি ।
ভূমিকা
আমরা এখান থেকে খুলনা বিভাগ সম্পর্কে জানতে পারব। যে খুলনা বিভাগ সুন্দরবন জঙ্গলের জন্য বিখ্যাত। কি সুন্দরবন জঙ্গলে রয়েছে বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার। আরো রয়েছে সুন্দরবনের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে বঙ্গোপসাগর। শরীর সুন্দর মনের ভিতরে রয়েছে অনেক ঐতিহাসিক গাছপালা পশুপাখি ইত্যাদি। খুলনাতে অনেক ঐতিহাসিক স্থান রয়েছে যা ভ্রমণ পিরপাসুদের জন্য অনেক মনোরম একটি জায়গা যেখানে পরিবার নিয়ে ঘুরতে আসা যায়। ঐতিহাসিক মসজিদ রয়েছে যেমন বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ। নানা রকম ঐতিহাসিক জায়গা রয়েছে রয়েছে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিবর্গের জন্ম হয়েছে।
খুলনা বিভাগের ইতিহাস
ঐতিহাসিক ঘটনা প্রায় 600 বছর আগে পীর খান জাহান এই জেলায় এসেছিলেন ধর্ম প্রচার করার জন্য। তিনি প্রথমে সুন্দরবন এলাকা প্রতিষ্ঠার মাধ্যমে তার বসতি স্থাপন করেন এবং বাগেরহাটের আশেপাশে এলাকার তার শাসন প্রতিষ্ঠা করেন। স্বদেশী আন্দোলনের প্রচারের জন্য মহাত্মা গান্ধী ১৯২৬ সালে খালিশপুরে আসেন।
প্রশাসন জেলা প্রতিষ্ঠিত হয় ১৮৮২ সালে ১২ই ডিসেম্বর ১৮৮৪ খুলনা পৌরসভা ঘোষণা করা হয় এবং ১২ই ডিসেম্বর ১৯৮৪ সালে মিউনিসিপাল কর্পোরেশন উন্নীত করা হয়। খুলনা কে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করা হয়েছে 1990 সালে । বর্তমানে বাংলাদেশের অন্যতম।
খুলনায় বিভাগের ভৌগ লিক অবস্থান
খুলনা বিভাগের পশ্চিমে পশ্চিমবঙ্গ রাজ্যের সীমানা, উত্তরে রাজশাহী বিভাগ, পূর্বে ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগ, দক্ষিনে বিখ্যাত ম্যানগ্রো পর্ন নামে পরিচিত সুন্দর মনসা বঙ্গোপসাগরের উপর রয়েছে। এটি গঙ্গা নদীর দ্বীপ বা গ্রেটার bengal এর একটি অংশবিশেষ । অন্যান্য নদীর মধ্যে রয়েছে মধুমতি নদী, ভৈরবী নদী ও উপলক্ষ নদী। এছাড়া অঞ্চলে বঙ্গোপসাগরে কয়েকটি দ্বীপ রয়েছে। পৃথিবীর অর্জিত খুলনা বিভাগের অবস্থান ২১°৪০'উত্তর অক্ষাংশ হতে ২৪০১২ উত্তর অংশে এবং ৮৮°৩৪' পূর্ব দ্রাঘিমা হতে ৮৯°৫৭ ' পূর্ব দ্রাঘিমআয়।
খুলনা বিভাগের পটভূমি
বাংলাদেশের ৮ টি বিভাগের মধ্যে খুলনা বিভাগ একটি। খুলনা বিভাগ দেশের দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত।এবং এটি ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বিভাগের আয়তন ২২ হাজার ২৮৫ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ১৫ কোটি ৫৬ লাখ ৩ হাজার জন। খুলনা বিভাগের সদর দপ্তর খুলনা শহর। ঢাকা ও চট্টগ্রামে পড়ে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর এই খুলনা বিভাগের খুলনা শহর।
খুলনা মানুষের দক্ষিণ পশ্চিম অঞ্চলের রুপসা নদী এবং ভৈরব নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম বন্ধুর বউয়ের মধ্যে খুলনা অন্যতম। খুলনা মালয়েশিয়া অন্যতম বাণিজ্যিক ও শিল্পী এলাকা হয় খুলনা শহরকে শিল্পনগর হিসেবে ডাকা হয়। খুলনা শহর থেকে প্রায় 48 কিমি দূরে বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা সমুদ্র অবস্থিত।
পৃথিবীর বিখ্যাত উপকূলীয় বনজ সুন্দরবন খুলনা বিভাগের দক্ষিণ অংশ অবস্থিত।এবং খুলনাতে সুন্দরবনের প্রবেশদ্বার ও বলা হয়ে থাকে।এবং রাজধানী এর ঢাকা থেকে খুলনা শহরের দূরত্ব হচ্ছে সড়কপথে ৩৩৩ কিলোমিটার মাত্র। রাজধানীসহ দেশে অন্যান্য অঞ্চলের সঙ্গে স্থলপথ জলপ্রপাত ব্যবহার করা যায় ইফতার মাধ্যমে এই খুলনার ভেতরে প্রবেশ করা যায়। ১৯১২ সাল থেকে অত্র অঞ্চলে নদীপথের স্টিমার স্টিম বোর্ড চলাচল করে।
খুলনা বিভাগের কিছু বিখ্যাত ব্যক্তিবর্গ
খুলনা বিভাগ অনেক কিছুর জন্য বিখ্যাত তার মধ্যে কিছু বিখ্যাত বিখ্যাত ব্যক্তি নাম এখানে উল্লেখ করা হলো এবং তাদের পদ উল্লেখ করা হলো:
- খান জাহান আলি ,,মুসলিম ধর্ম প্রচারক
- প্রফুল্ল চন্দ্র রায় বাঙালি রসায়নবিদ
- কৃষ্ণচন্দ্র মজুমদার কবি
- সৈয়দ আলী আহমদ কবি
- এম শমসের আলী পরমাণু বিজ্ঞানী
- নূর মোহাম্মদ শেখ বীর শ্রেষ্ঠ
- আশু মোহন শেখ ইসলাম প্রচারক
- ববিতা চিত্র নায়িকা
- মৌসুমী চিত্র নায়িকা
খুলনা বিভাগের শিল্প
এক সময় খুলনা শিল্প শহর হিসেবে বিখ্যাত হলে বর্তমানে এখনকার বেশিরভাগ শিল্প রুগ্ন হয়ে গেছে। খুলনাতে পূর্বে দেশের একমাত্র হার্ডবোর্ড ও নিউজপ্রিন্ট মিলছিল যে এখন বন্ধ ঘোষণা করা হয়েছে। খুলনা বেশিরভাগই পাটকল বলে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে বর্তমান সময়। বর্তমানে উল্লেখযোগ্য খুলনার শিল্প হলো
বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা রপ্তানিযোগ্য মাছ শিল্প বা মৎস্য শিল্প। খুলনাকে এক সময় বলা হতো রুপালি শহর। এ কারণে এই এলাকাতে প্রচুর পরিমাণ চিংড়ি উৎপাদন করা হতো। কিন্তু যদিও এটা এখন কিছুটা কমে গেছে। তুমি খুলনা দৌলত প্রেমমহল সিং মন থেকে যতই পথ অতিক্রম করতে থাকবেন ততই দেখতে থাকবেন রাস্তার দুধহার দিয়ে শুধু বিল আর মাছের খেয়ে যা এই খুলনার রাস্তাগুলোকে অনেক সুন্দর করে তুলেছে।
এখানকার উল্লেখযোগ্য মাছ চাষিকারী প্রতিষ্ঠান হল জনতা সমবায় সমিতি লিঃ। এসব ঘেরে সাদা মাছের চাষ হয় প্রচুর চিংড়ি। এবং খুলনা পাইকগাছা দা কোপ কয়রা উপজেলাতে লোনা পানি ঢের দেখা যায় সেখানে প্রচুর পরিমাণে বাগদা চিংড়ি উৎপাদিত হয়।
খুলনা বিভাগ কিসের জন্য বিখ্যাত
খুলনা বিভাগ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রুপসা নদী এবং ভৈরব নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের প্রাচীনতম নদী বন্দর গুলোর মধ্যে খুলনা বিভাগের একটি অন্যতম। খুলনা বিভাগকে সাদা সোনার দেশ ও বলা হয়। যে যে জিনিসের জন্য বিখ্যাত যার জন্য বিখ্যাত সেগুলো হল:
- খুলনা
- সুন্দরবন
- সন্দেশ
- নারিকেল
- এবং গলদা চিংড়ি
- এগুলোর জন্য খুলনা বিভাগ অনেক বিখ্যাত এই বাংলাদেশ এ
খুলনা বিভাগের দর্শনীয় স্থানসমূহ
খুলনা বিভাগ অনেক কিছুর জন্যই বিখ্যাত তার মধ্যে তার দর্শনীয় স্থানসমূহ ুর জন্য খুলনা বিভাগ আর বিখ্যাত : বিভাগের কিছু দর্শনীয় স্থান তুলে ধরা হলো:
- সুন্দরবন
- ভুটিয়ার পদ্মবিদ
- দের খাবা
- ,স্যার পিসি রায়ের বাড়ি,
- খুলনা বিভাগীয় জাদুঘর
- হিরন পয়েন্ট,
- শহীদ হাদিস পার্ক
- ভোট নিদ্বীপ
- সুন্দরবনের চর
- সুন্দরবনের কটকা
- সুন্দরবনের হিরন পয়েন্ট
- সুন্দরবনের করমজল
- শিরোমনি স্মৃতিসৌধ
- বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধি
- রূপসার পাড়ে খান জাহান আলী সেতু ◾বকুলতলা জেলা সুকননগর
- কৃষ্ণচন্দ্র ইনস্টিটিউট
- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ব পুরুষের বসতভিটা
- গল্লামারি বদ্ধভূমি
লেখক এর মন্তব্য
আমরা উপর থেকে যা যা জানলাম খুলনা বিভাগ অনেক সুন্দর একটি বিভাগ অনেক বড় একটি বিভাগ । খুলনা বিভাগের মধ্যে রয়েছে বিশ্ব বিখ্যাত সুন্দরবন। এই সুন্দরবনের জন্যই খুলনা বিভাগ আরও বিশ্ব বিখ্যাত হয়ে উঠেছে এই সুন্দরবনে রয়েছে রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু হিসেবে গণ্য। এ এই খুলনা বিভাগের রয়েছে বিখ্যাত ষাট গম্বুজ জামে মসজিদ।
যার সাতটি গম্বুজ ই রয়েছেন এবং এটি অনেক পুরাতন এবং ঐতিহাসিক একটি মসজিদ। আমরা উপর থেকে জানলাম এই খুলনা বিভাগে অনেক দর্শনীয় স্থান রয়েছে এই খুলনা বিভাগ চিংড়ি চাষের জন্য বিখ্যাত ও মৎস্য শিল্পের জন্য বিখ্যাত। খুলনা বিভাগে যদি আপনারা পরিবার নিয়ে বেড়াতে যান তাহলে আপনারা অনেক প্রাকৃতিক নিদর্শন দেখতে পাবেন মৎস্য শিল্পী নিদর্শন দেখতে পারবেন এবং বিভিন্ন জমিদার বাড়ি বীরশ্রেষ্ঠের সমাধি ইত্যাদি।
খুলনা বিভাগেই অনেক বিখ্যাত চলচ্চিত্র অভিনেতাদেরও জন্ম হয়েছে। এখানে অনেক বিশ্ব বিখ্যাত বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ব অসৎ ভিটা ছিল এই খুলনা বিভাগে তো সুতরাং এই খুলনা বিভাগটি অনেক ঐতিহাসিক এবং বৃহত্তর বড় এবং সুন্দর একটি বিভাগ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url