রিবন্ডিং চুলে সৌন্দর্য রক্ষায় ১৫ টি টিপস সম্পর্কে জেনে নিন

ঝলমলে সোজা ও মিশ্রণ চুল পেতে কে নাই পছন্দ করে বলেন। বর্তমান সময়ে প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন ও শখ থাকে, যে আমাদের চুলগুলো সোজা ও মিশ্রণ ঝলমলে থাকবে।ঝলমলে চুল এটি বিশেষ করে সবাই পছন্দ করে। তাই বর্তমান সময়ে, হেয়ার রিবন্ডিং পদ্ধতিটি সবার কাছে বেশ খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এবং রিবন্ডিং করা চুলে যত্ন ও সৌন্দর্য রক্ষায় আমরা কতটুকু জানি।
রিবন্ডিং চুলে সৌন্দর্য  রক্ষায়  ১৫ টি টিপস সম্পর্কে জেনে নিন
অনেকে হেয়ার রিবন্ডিং করে থাকি কিন্তু যত্ন নিতে জানি না , যার ফলে আমাদের চুলের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় । তাই আজ বিস্তারিত আলোচনা করব।তাই হেয়ার রিবন্ডিং করার পর সৌন্দর্য রক্ষার কিছু টিপস রয়েছে তা তা সম্পর্কে জেনে নিন।

ভূমিকা

প্রথমে একটা কথা বলি, রিবন্ডিং পদ্ধতিটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বলে, আমিও শখের বসে গত বছরে রিমন্ডিং করি।এবং আমার প্রথম দিকে চুল একদমই মনের মতই ছিল।তারপর কয়েক মাস পরে চুলের বিভিন্ন ধরনের সমস্যা লক্ষ্য করি। যেমন চুল পড়ে যাওয়া, আগা থেকে ভেঙ্গে যাওয়া, সূক্ষ্ম হয়ে যাওয়া, চুলে জোট ও ভাঁজ পড়া এবং কিছু কিছু অংশ বাঁকা হয়ে যাওয়া ইত্যাদি।

আর এসব হবেই বা না কেন, কারণ এতে কেমিক্যাল টিমের ব্যবহার মাধ্যমে চুলের ন্যাচারাল রূপ পরিবর্তন করে থাকে। যে আমাদের চুলে বারোটা বেজে যায়। এবং এভাবে চুল ফেলে রাখলে, একটুও চুল অবশিষ্ট থাকবে না। এ বিষয়টা নিয়ে আমি হেয়ার এক্সপোটের কাছ থেকে পরামর্শ গ্রহণ করি। এবং তাদের মতে যেহেতু আমাদের চুলে কেমিক্যাল ও হিট ব্যবহার করে থাকে, এবং দীর্ঘ মেয়াদী মধ্য দিয়ে হেয়ার রিমন্ডিং করানো হয়। তাই কিছুটা হলেও সমস্যা দেখা দিতে পারে। এ কারণে রেবন্ডিং চুলের যত্নটা একটু স্বাভাবিক চুলের থেকে বেশি নিতে হবে। তবে মনে রাখবেন নিয়মিত পরিচর্যার মাধ্যমে রিপোর্টিং করা চুলকে দীর্ঘ সময়ের জন্য সুন্দর ও ঝলমলে রাখা সম্ভব। অর্থাৎ এক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন।

রিবন্ডিং চুলের সৌন্দর্য রক্ষায় যে বিষয়গুলো পরিহার করতে হবে

  • এবং আপনি রিবন্ডিং করার পর তিনদিন পর্যন্ত, চুলে কোনভাবেই ভিজানো যাবে না, এবং কোন প্যাক ও তেল ব্যবহার করা যাবে না।
  • বাইরে যাওয়ার সময় সাথে ছাতা স্কার্ফ বা হেট ব্যবহার করুন,চুলকে রোদ বৃষ্টি থেকে সুরক্ষিত রাখতে।
  • এবং চুলে কালার করা থেকে হাইলাইটিং, মেহেদী ইত্যাদি সহ ব্যবহার থেকে বিরত থাকুন।
  • ভিজানো চুল শুকাতে হেয়ার ডায়ার ব্যবহার থেকে, দূরে থাকুন।
  • এবং হেয়ার রিবন্ডিং করার পর এক মাস চুল কোন ভাবেই বাঁধা যাবে না, বা কানের পিছনে চুল রাখা যাবে না।
  • চুলে কোন প্রকার স্টাইল ও হেয়ার বেনি করা থেকে বিরত থাকুন। এবং এ ধরনের হেয়ার স্টিল গুলো আপনার চুলে ভাজ পড়ে যেতে পারে।
  • এবং চুলে গরম পানি ব্যবহার করা যাবে না।

রিবন্ডিং চুলে সৌন্দর্য বৃদ্ধিতে যা করবেন

  • সপ্তাহে আপনি তিন দিন চুলে তেল লাগাতে হবে।এবং নারকেল তেলের সাথে আমলকি ফুটিয়ে তা ঠান্ডা করে শ্যাম্পু করার আগে লাগিয়ে একটু মেসেজ করুন। অতএব ১০ মিনিট রেখে ভালোভাবে শ্যাম্পু করে নিন।
  • অত্যন্ত আপনি সপ্তাহে তিন দিন শ্যাম্পু করা করবেন। এবং শ্যাম্পু করার পরে কন্ডিশনার ব্যবহার করতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন চুলের গোড়ায় যেন কন্ডিশনার না যাই।
  • এবং শ্যাম্পু করার পর ২ লিটার পানির সাথে আপনি কয়েক ফোটা ভিনেগার মিশে চুল ধুয়ে নিতে পারেন। এতে করে আপনার চুল মিশ্রণ হবে।
  • খুশকি সমস্যা চুলে থাকলে, তাই এড়াতে মাথার তালুতে লেবু বা পেঁয়াজের রস তা লাগিয়ে এটা কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
  • এবং চুলের রুক্ষতা কমাতে, শ্যাম্পু করার পরে আপনি এক মগ পানিতে এক চামচ মধু মিশে আপনার মাথায় লাগিয়ে তা ধুয়ে ফেলতে পারেন।
  • এবং অবশ্যই ১৫ দিন পর পর আপনাকে হেয়ার স্পা করাটা প্রয়োজন। আপনি চাইলে ইস্পার ক্রিম কিনে ঘরে বসে করতে পারেন অথবা ঘরে তৈরি করেও এটা ব্যবহার করতে পারেন। এবং এক্ষেত্রে আপনি ২ টেবিল চামচ ও দুধ ও ২ টেবিল চামচ মধু একত্রিতে মিস করে মাক্স তৈরি করে,তা চুলে লাগিয়ে মেসেজ করতে পারেন। অতএব ১০ মিনিট রেখে ভালোভাবে শ্যাম্পু করে নিন।
  • দুই সপ্তাহ পর পর আপনার চলে প্রোটিন ট্রিটমেন্টটা নিতে পারেন। তা আপনি ঘরে বসেই করতে পারেন। ২ টি ডিম, ১ টেবিল চামচ মধু ১ নারিকেল তেল মিশিয়ে আপনি ৩০ মিনিট রেখে চুলে শ্যাম্পু করে নিন।
  • আপনার চুলের আগা দুইমাস পরপর কাটুন।এবং আপনার খাদ্য তালিকায় কিছু পুষ্টিকর খাবার রাখুন যেন ভিতর থেকে চুল পুষ্টি পায়।
এভাবে নিয়মিত যদি আপনি চুলের যত্ন ও পরিচর্যার মাধ্যমে, সৌন্দর্য স্থায়ী দুটাই ভালো বৃদ্ধি পাবে। চুল আমাদের বড় সৌন্দর্য ।

রিমন্ডিং চুল বাধার নিয়ম 

আমরা অনেক সময় এ ভুলগুলো করে থাকি, হেয়ার রিমন্ডিং করার পর, অনেক সময় চুল শক্ত করে খোপা করে অথবা বেনি করে থাকি যার ফলে আমাদের চুল নষ্ট হয়ে যায়। হেয়ার রিবন্ডিং করার পর আমাদের অনেক কতজন থাকা প্রয়োজন কারণ, চুল এইভাবে বাধার   ফলে চুল নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনি রিবন্ডিং করা চুল কিভাবে বাধবেন তা সম্পর্কে জেনে নেন। 

হেয়ার রিবন্ডিং করার পর, আপনার চুলকে একটা কাঁকড়ার সাহায্যে আলতো ভাবে বেঁধে নিতে হবে, যাতে করে যেন কোনো ভাগ না পড়ে। এবং একটা ব্যান্ড নিয়ে ওপর করে ঝুঁটি করে রাখতে পারেন। এ করে আপনার চুলের কোন ধরনের ক্ষতি বা সমস্যা হবে না। এবং আপনি চাইলে আলতো করে এটা খোপা করতে পারেন। 

রিবন্ডিং চুলের ঘরোয়া যত্ন 

রিবন্ডিং চুলকে অনেক দুর্বল করে তোলে, এবং চুলে নানা ধরনের সমস্যা দেখা দেয় এবং চুল নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে।তাই রিবন্ডিং চুলের ঘরোয়া যত্ন কিভাবে নিবেন সে সম্পর্কে জেনে নিন। 
  • হট অয়েল ম্যাসেজ করুন। 
  • গরম পানি থেকে বিরত থাকুন। 
  • চুলে শ্যাম্পু করার পর কন্ডিশন ব্যবহার করুন। 
  • কেরাটিন শ্যাম্পু ব্যবহার করুন। 
  • চুল বাধা থেকে ও হেয়ার ড্রায়ার থেকে বিরত থাকুন। 
  • মোটা ও দাঁতের এ ধরনের চিরুনিগুলো ব্যবহার করুন। 
  • এবং চুলের ক্ষেত্রে সুষম খাদ্য পুষ্টি যোগাতে সাহায্য করে। 

রিবন্ডিং চুলের শ্যামপুর নাম 

  • লরিয়েল ইনভাইব ফুল রিস্টোর শ্যাম্পু 
  • ট্রেসেমি কেরাটিন স্মুথ   শ্যাম্পু  
  • এক্সপেল গ্রিন টি শ্যাম্পু 
  • ন্যাচার রিপাবলিক ব্লাক 
  • দ্যা বডি শপ ফুজি গ্রিন টি 
  • ট্রেসেমি বোটানিক কন্ডিশনার 
  • ট্রেসেমি কেরাটিন স্মুথ মাক্স 
  • হারবাল এসেস্টন্স   বি স্ট্রং 
  • এক্সপেল ব্যানানা শ্যাম্পু 

রিবন্ডিং করা চুলে তেল দেওয়ার নিয়ম  

  • একটি পাত্রে পরিমাণ মতো তেল নিন 
  • এবং আঙুলের ডগার সাথে লাগিয়ে স্ক্যাপে আস্তে আস্তে লাগায় নিন 
  • এবার আপনি হাতের আঙ্গুলের ধীরে ধীরে চাপ দিয়ে ভালোভাবে স্ক্যাপে মালিশ করুন। 
  • এবং ১০/১৫ মিনিট মালিশ করার পর, তারপর সাওয়ার ক্যাপ পড়ে  ফেলুন।
  • এবং তারপর ৩০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। 
  • এবং চুলার গোড়া থেকে তেল ভালোভাবে পরিষ্কার করতে মোটেও ভুলবেন না। 

খকের মন্তব্য

চুল আমাদের সবার কাছে বড় সৌন্দর্য। চুলের সৌন্দর্যে অপরিহার্য। চুল ছাড়া মেয়েরা অপূর্ন, অতএব চুলের নিয়মিত যত্ন নেওয়া টা আমাদের খুবই প্রয়োজন। চুলকে বিভিন্নভাবে সাজাতে ও হেয়ার স্টেট করতে সবাই অনেক পছন্দ করে থাকেন। এবং তাই বর্তমান সময়ে হেয়ার রিমাইন্ডিং পদ্ধতিটা খুবই সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে, শুধু হিয়ার রিবন্ডিং করলে হবে না আমাদের সেটাকে যত্ন ও পরিচর্চা করতে হবে তাতে আমাদের চুল সৌন্দর্য বৃদ্ধি পাবে। তাই অবশ্যই আমরা নিয়মিত চুল ভালো রাখার জন্য যত্ন পরিচর্যা নিব।এতে করে আমাদের চুল অনেক ঝলমলে ও সৌন্দর্য বৃদ্ধি পাবে। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url