মাথা ব্যথা কমানোর ঘরোয়া উপায় সম্পর্কে বিস্তারিত জানুন

ছোট থেকে বড় সবারই মাথাব্যথা হয়ে থাকে।মাথাব্যথায় এমন কোন ব্যক্তি নাই যে ভুগেনি।কম বেশি সবারই মাথা যন্ত্রণা বা ব্যথা করে। খুব অসহ্যকর ব্যথা যন্ত্রণা হয়ে ওঠে যা সহ্য করার মতো হয় না। মাথা আমাদের অনেক সেনসিটিভ একটা জিনিস। কোন না কোন কারনে আমাদের অনেক মাথাব্যথা করে থাকে। মাথা ব্যথা কমানোর ঘরোয়া উপায় সম্পর্কে কিছু টিপস জানুন। 
মাথা ব্যথা কমানোর ঘরোয়া উপায় সম্পর্কে বিস্তারিত জানুন
মাথা ব্যাথা করে না এরকম কোন মানুষ পাওয়া দুষ্কর।আসুন আমরা আজকে কিছু ঘরোয়া ভাবে মাথাব্যথা কমানোর টিপস সম্পর্কে আলোচনা করব। যেসব কারণে আমাদের মাথা ব্যথা থেকে অনেকটা মুক্তি বা হালকা করতে সাহায্য করবে।মাথা ব্যথা কমানোর ঘরোয়া উপায় সম্পর্কে জানুন।

ভূমিকা

মাথা ব্যথা করো না এরকম কোন মানুষ পাওয়া খুব কষ্টকর।কারণ ছোট থেকে বড় সবারই দেখা দেয়।মাথা ব্যাথার কোন বয়স লাগে না,যেকোনো সমস্যাতে এই মাথাব্যথা হতে পারে।আমরা যখন মাথাব্যথা হয়ে থাকে কি করবো না করবো কোন কিছু মাথায় ঠিক থাকে না। এমন অসহ্যকর যন্ত্রদায়ক দিয়ে থাকে।যে আমরা অনেক ধরনের ওষুধ খেয়ে থাকি।মাথায় এমন একটা সেনসিটিভ জিনিস যা,সব সময় ওষুধ খাওয়াটাও আমাদের পক্ষে ঠিক। কিন্তু অতিরিক্ত মাথা ব্যথা হলে অবশ্যই চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে। কারণ মাথাব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে যা আমরা জানি না। কিন্তু স্বল্প মাথাব্যথা কমানোর জন্য কিছু ঘরোয়া উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আসুন কিছু ঘর উপায় গুলো জেনে নেই।

মাথা যন্ত্রণা কমানোর ঘরোয়া উপায়

বিশেষজ্ঞরা বলে থাকেন, মাথা যন্ত্রণা হয়ে থাকলে কপালে যে কোন ঠান্ডা বরফ ব্যবহার করতে পারেন। এবং সেই বরফ একটি কাপড়ে নিয়ে মরে নিতে হবে,এবং কোন কিছু টিস্যু দাড়াও এটাকে ব্যবহার করতে পারবেন।এবং বরফ ভরা ওই কাপড় বা টিস্যুর দিয়ে ভালোভাবে কপালে ভালোভাব সেক দিতে হবে। এতে করে মাথা যন্ত্রণা অনেকটি কমে যাবে।

মাথা ব্যথা দূর করার ঘরোয়া উপায়

আমরা কাজের চাপে বিশ্রাম না করার ফলে অনেক সময় আমাদের মাথা ব্যথা হয়ে থাকে। এবং মাথাব্যথা অনেক যন্ত্রণাদায়ক করে যার ফলে আমাদের অসহ্যকর লাগে।মাথা ব্যথা হলে আমাদের অবশ্যই ঘুমাতে হবে এবং। ঘুমটা নিয়মিত ঠিকমত রাখতে হবে কারণ ঘুমের কারণ অনেক সময় মাথা ব্যথা করে। এবং অতিরিক্ত মাথা ব্যথা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এবং মাথা ব্যথা করলে চিকিৎসকে পরামর্শ ছাড়াও,বিভিন্ন ধরনের ওষুধ খাওয়া মোটেও ঠিক না। এতে করে আরো সমস্যা দেখা দিতে পারে। এবং মাথা ব্যথার ওষুধের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। আপনি,ঘরোয়া পদ্ধতিতেও মাথা ব্যথা দূর করতে পারবেন। আসুন তাহলে আমরা ঘরোয়া পদ্ধতিতে মাথা ব্যথার দূর উপায় সম্পর্কে জেনে নিই।


  • রগের দু সাইড থেকে এবং দুই হাত দিয়ে ঘাড়ের কাছে ম্যাসাজ করলে,অনেকটা আরাম পাবেন। এবং এতে করে অনেকটা ক্লান্তি দূর হয়ে যাবে। এবং ক্লান্তির কারণে মাথাব্যথা করলে এই ম্যাসাজ করলে অনেকটা উপকার হয়।এবং মাথাব্যথা দূর হয়।
  •  এবং আমাদের অতিরিক্ত আলোর কারণে মাথা ব্যাথা হতে পারে। এবং এতে মাথা ব্যথা করলে আলোর পরিমাণটা কমায় দিন।
  • এবং বিভিন্ন কম্পিউটার, ল্যাপটপ,মোবাইল ফোন,এগুলো অতিরিক্ত দেখলে অনেক সময় মাথা ব্যথা হয়।এগুলো থেকে অবশ্যই দূরে থাকতে হবে। এবং বাহিরে গেলে অবশ্যই ভালো মানের রোদ চশমা ব্যবহার করুন।
  • এবং আঙ্গুলের ডগার সাথে অলিভ অয়েল তেল নিয়ে, কপালে ম্যাসাজ করুন, লেভেন্ডার বা পিপাম মিন্টের কোন সুগন্ধ তেল ব্যবহার করলে। এতে করে মাথাব্যথা অনেকটা কমে যায়।
  • এবং অতিরিক্ত মাথা ব্যথা করলে, চা অথবা কফি উপস্থিত মাথা ব্যথা কমাতে সাহায্য করে। এবং চায়ের সাথে আদা, লবঙ্গ ও মধু মিশিয়ে খেলে অনেকটা মাথা ব্যথা থেকে আরাম পাওয়া যায়।

মাথা ব্যথা কমানোর ১০ টি ওষুধের নাম

  • Anilic - 200mg
  • Arain- 200mg
  • Migratol- Tablet- 200mg
  • Migrex- Tablet- 200mg
  • Minopa- Tablet- 200mg
  • Lograin- Tablet- 200mg
  • Tufnil- Tablet- 200mg
  • Tolmic- 200 mg
  • Tolfi- Tablet- 200mg
  • Namitol- Tablet- 200mg

মাথা ব্যথা কি?

মাথা ব্যথা হচ্ছে একটি রোগ। বা মাথা ব্যথা অন্যভাবে এটি কি বলা হয়, মাথার ত্বক বা ঘাড়ে অতিরিক্ত ব্যথা অনুভব করা। এবং বেশিরভাগ মানুষেরই টেনশনের ও মাইগ্রেনের কারণে এ মাথাব্যথা সমস্যা গুলো দেখা দেয়। যারা এ মাথাব্যথা ভোগেন, তারা জানান যে ওষুধ খাওয়ার ফলে অনেকটা মাথা ব্যথা কমে যায়। এবং আমরা জানি মাথা ব্যথা কোন রোগ নয়, এটা সাধারণত সবার হয়ে থাকে।অতিরিক্ত মাথা ব্যথা হলে এটা অন্য কোন রোগের উপসর্গ। অবশ্যই সেখানে আমাদের ডাক্তারের পরামর্শ নেওয়া খুব জরুরী।আমাদের অনেকে সাধারণ সমস্যা থেকে মাথাব্যথা সমস্যাটা একটি অন্যতম। কম বেশি মাথাব্যথা সবারই হয়ে থাকে। এবং শরীরের নানা দিকের সমস্যার কারণে মাথা ব্যথা হয়ে থাকে।এবং এটি মারাত্মক ব্যথা বা অসহ্যকর একটি বিষয়।

মাথাব্যথা কমানোর ৫ টি উপায়

মাথাব্যথা কমানো ঘরোয়া কিছু পদ্ধতি রয়েছে যেগুলো করলে অতি দ্রুত মাথাব্যথা কমে যায়। নিচে তা দেওয়া হলঃ 

বিশ্রাম নিনঃ অতিরিক্ত মাথা ব্যাথা অনুভব করলে,ফাঁকা একটি রুমে চোখ বুজে কিছুটা বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। ঠিকমতো ঘুম হলে দেন অবশ্যই মাথা ব্যথা অনেকটা কমে যাবে।

হাইড্রেট থাকুপঃ ডিহাইড্রেশন বা পানি শূন্যতা এটি এটি সাধারনত মাথা ব্যথার একটি কারণ। এবং আপনি নিজেই নিশ্চিত করুন যে আপনি সারা দিনে কতটুকু পানি পান করেছেন। এবং মাথাব্যথা না কমলে আপনি ঠান্ডা পানি দুই থেকে তিন গ্লাস পান করে নেন।এতে করে অতি দ্রুত আপনার মাথা ব্যথা কমে যাবে।

কোল্ড কম্পেস্ নিনঃ আপনার মাথার কাছে,বা সামনের অংশে কোল্ড কম্প্রেস নিন এবং ঠান্ডা জাতীয় কোন কিছু চেপে রাখতে হবে। যার ফলে আপনার মাথা ব্যথা উষন করতে যথেষ্ট পরিমাণ সাহায্য করে।

হিট থেরাপি নিনঃ হেট থেরাপি মাথা ব্যথা করণে অনেক সাহায্য করে।হিট থেরাপি বা উষ্ণ কম্প্রেস ব্যবহার করুন। এবং একটি পরিষ্কার পাত্রে হালকা উষ্ণ গরম পানি নিয়ে কাপড় দিয়ে তা ভিজিয়ে চোখের উপরে ধরে রাখুন। এবং হালকা গরম পানিতে গোসল করে নিলে আরো ভালো হয়। বিশেষ করে কোন কিছু দুশ্চিন্তা হলে এতে ভালো কাজ হয়।

মাথা ব্যথা যে দোয়া পড়বেন

মাথা ব্যথা অতিরিক্ত বেশি হলে,কিছুতে যদি না কমে থাকে তাহলে আপনি মাথা ব্যথার জন্য এ দোয়াটি পড়তে পারেন।

উচ্চারণঃ লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইয়ুংযিফুন। (সুরা ওয়াকিয়া: আয়াত ১৯)

যেভাবে দোয়া পড়বেনঃ যখন আপনার মাথা ব্যথা করবে।ডান হাত দিয়ে মাথা ভালোভাবে চেপে ধরে তিনবার এই দোয়াটি পড়ে ফু দিতে হবে। দেখবেন অনেকখানি মাথা ব্যথা কমে যাবে।যাদের মাথা ব্যথায় আক্রান্ত আল্লাহ তাআলা তাদেরকে আক্রান্ত ব্যক্তিকে এই দুয়ার আমলে মুক্ত হতে তৌফিক দান করুক। এবং কুরআনি আমলের থেকে সব ধরনের অসুস্থতা থেকে যেন হেফাজত করুন। আমিন।

মাথা ব্যথা হওয়ার কারণ?

মাথাব্যথা একটা কমন রোগ। যা সবারই হয়ে থাকে, মাথা ব্যথা হওয়ার সাধারন কারণগুলি হল। অতিরিক্ত বেশি চিন্তা করলে,মাথা ব্যথা হতে পারে এবং টেনশনের কারণে মাথাব্যথা তার সাথে কপাল ও ব্যথা হয়ে থাকে। এবং এ মাথা ব্যথার ধরন ৪০ মিনিট ৭ দিন স্থায়ী হতে পারে।এবং স্টোক, অবসাদ,পানি কম খেলে মাথাব্যথা হওয়ার সম্ভাবনা থাক। এবং অপর্যাপ্ত ঘুম না হলেও মাথাব্যথা হতে পারে।

মাথা ব্যাথা কমানোর ব্যায়াম

এবং যারা প্রায়ই মাথা ব্যথায় ভুগছেন।তাদের মাথাব্যথা কমানোর ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ, যার ফলে মাথা ব্যথা অনেকটা কমে যায়।আসার মাথায় ব্যথা কমানোর ব্যায়াম সম্পর্কে দেওয়া হল।

ব্যায়ামঃ প্রথমে সুখাসন বা পদ্মাসন ভাবে মেরুদন্ড সোজা করে বসতে হবে। এবং দুই হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে দুই কান ভালোভাবে বন্ধ করতে হবে। যাতে করে বাইরে থেকে কোন শব্দ শোনা না যায় চোখ বন্ধ করে দুটি হাতের আটটি আঙ্গুল ভালোভাবে রাখুন যাতে করে বাইরে থেকে কোন আলো চোখের পাতায় না পরে।এবং তার সাথে অবশ্যই খেয়াল রাখতে হবে হাতের আঙ্গুল গুলো যেন চোখের পাতা স্পর্শ না করে। 

এবং অন্যথায় চোখ খোলার পরে অনেকটা ঝাপসা দেখা যেতে পারে।এবার আপনি শ্বাস ফুসফুস ভাবে টেনে নিন এবং নিঃশ্বাস ছাড়ার সময় একটানা ভাবে ভোমরের মত আওয়াজ করতে থাকুন। যার ফলে মাথার কম্পন তৈরি হয়। এবং আওয়াজটা একটু জোরে আওয়াজ করতে হবে।কারণ কান বন্ধ করে মুখে অল্প আওয়াজ করলে সেটি অনেক বেশি জোরে শোনা যায়।

লেখকের মন্তব্য

উপর থেকে আমরা অনেক কিছু জানলাম মাথা ব্যথা কমানোর ঘরোয়া উপায়গুলো। কারণ মাথা ব্যথা হলে আমরা অনেক চিন্তিত হয়ে পড়ি কি করব না কর। অসহ্য ব্যথাগুলো আমাদেরকে ভোগ করতে হয়। তাই দ্রুত মাথাব্যথা কমাতে চাইলে কিছু ঘরোয়া উপায়গুলো অবশ্যই মেনে চলবেন। এ থেকে আপনার মাথা ব্যথা অনেকটা হালকা ও যন্ত্রণাদায়ক কমে যাবে।

আপনি অনেকটা আরাম পাবেন। এবং অতিরিক্ত মাথা যন্ত্রণা করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ধরনের ট্রিটমেন্ট ওষুধ খাওয়াটা ভালো হবে না। আশা করি আপনারা অনেক কিছু জেনেছেন।সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন,ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url