সিলেট বিভাগের ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত জানুন

এখান থেকে আমরা সিলেট সম্পর্কে জানতে পারব। সিলেটে কি কি রয়েছে কিসের জন্য সিলেট বিখ্যাত সে সম্পর্কে জানতে পারব। সিলেটে সিলেটে কতগুলো বিখ্যাত মসজিদ রয়েছে কতগুলো বিখ্যাত স্থান রয়েছে তাদের জন্য সিলেট বিখ্যাত সে সম্পর্কে জানতে পারব।
সিলেট বিভাগের ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত জানুন
সিলেট সম্পর্কে আমরা সবাই চিনে থাকি। বাংলাদেশের ৮ টি বিভাগের মধ্যে সিলেট ১টি বিভাগ। সিলেটে অনেক ঐতিহ্য রয়েছে যা আমারা সবাই জানিনা। আসুন আমরা সিলেট সম্পর্কে এবং সিলেটের ঐতিহ্য সম্পর্কে জেনে নিই।

ভূমিকা

বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে অন্যতম বিভাগ হচ্ছে সিলেট। এই সিলেট কি দ্বিতীয় লন্ডন বলা হয়। সিলেট অনেক কিছুর জন্য বিখ্যাত । যেমন চায়ের জন্য বিখ্যাত জাফলং এর জন্য বিখ্যাত। শাহাজালাল বাবার মাজারের জন্য বিখ্যাত। ইত্যাদি অনেক কিছুর জন্য সিলেট বিখ্যাত।

সিলেটের বিখ্যাত চাই সারা দেশের সাপ্লাই হয়ে থাকে যার জন্য সিলেট বিখ্যাত। ঘোড়ার জন্য সিলেট অনেক সুন্দর একটি জায়গা ।এখানে ঘোড়ার মতন অনেক কিছুই আছে যা একবার দেখলে চোখ ফেরানোর মত নয়।

বিভাগের উৎপত্তি

আমরা জানি যে বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পর থেকে (এবং পাকিস্তান আমল থেকেই) বৃহত্তর সিলেট এবং সাবেক সিলেট বিভাগ জেলা ছিল চট্টগ্রাম বিভাগের জুড়ে অন্তর্ভুক্ত। এবং পরবর্তীকালে সরকারি  প্রশাসনিক  এর মাধমে কার্যক্রম সূত্রে  জানা যায় 1995 সালে এক আগস্ট বৃহত্তর এবং সিলেটের চারটি  চট্টগ্রাম জেলা সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ সিলেট ঘোষিত হয়।                                                                                    

সিলেট বিভাগের নামের উৎপত্তি                                                                                                                   

সিলেট নামের উৎপত্তি নিয়ে নানা। প্রাচীন রাজা গুহক তার কন্যা শিলা দেবীর নামে একটি হাট স্থাপন করেন। এ কারণে শিলার হাট থেকে সিলেট বা সিলেট নামে পরিচিত হতে পারে বলে অনেক এ মনে করেন। এছাড়াও অনেকের মতে হিন্দু কোরআন মতে সুতি দেবীর হাড় বা হট্য উপমহাদেশের ৫১ টি স্থানে পতিত হয়েছিল সুতির দুটি হার। সতীর অপর নাম শ্রী তাই শ্রী প্লাস হাড্ড থেকে শ্রীহট্ট নাম হতে।

পারে। শাহজালাল (র.) কর্তিক সিল হট যা আগের থেকে সিল হট নামের উৎপত্তি বলে অনেকে মনে করেন। ইংরেজি আমলের কাগজপত্রে প্রথমে সিল হেডফোনে উল্লেখ থাকলেও অন মুনশি শতাব্দীর প্রথম দিকে কাঁসার ইংরেজি অধিকারের আসার পর জেলার সদর স্টেশন সিল্ক হার্ট থেকে পার্থক্য দেখাবার জন্য সিলেট বলে উল্লেখ। এমনভাবে আজকের সিলেট নামে গোড়াপত্তন হয়।

সিলেটের অবস্থান

সিলেট বিভাগ ২৩°৫৮ উত্তর অক্ষাংশ থেকে ২৫°১২ উত্তরা অক্ষাংশ এবং ৯০°৫৬ পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৯২°৩০ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এর উত্তর ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিনে ভারতের ত্রিপুরা রাজ্য ও বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা পূর্ব ভারতে আসাম ও ত্রিপুরা রাজ্য, পশ্চিমে নেত্রকোনা কিশোরগঞ্জ জেলা।

সিলেট বিভাগের আয়তন

সিলেট বিভাগের মোট আয়তন ১২৫৫৮ বর্গ কিলোমিটার! এর অন্তর্গত সিলেট জেলার আয়তন ৩৪৫২ বর্গ কিলোমিটার, সুনামগঞ্জ জেলার আয়তন ৩৬৭০ বর্গ কিলোমিটার, হবিগঞ্জ জেলার আয়তন ২৬৩৭ বর্গ কিলোমিটার, মৌলভীবাজার জেলার আয়তন ২৭৯৯ বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে এ বিভাগে সর্ববৃহৎ জেলা সুনামগঞ্জ এবং সবচেয়ে ছোট জেলা হবিগঞ্জ।

সিলেট বিভাগের অন্তর্ভুক্ত জেলা উপজেলা সমূহ

সিলেট বিভাগ চারটি জেলা নিয়ে গঠিত। সেগুলো হলো সিলেট জেলা ,মৌলভীবাজার, জেলা সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলা ।
বিভাগে রয়েছে ১৩ টি উপজেলা তার মধ্যে উল্লেখযোগ্য হলো:
  • সিলেট সদর উপজেলা
  • বিশ্বনাথ উপজেলা
  • ওসমানীনগর উপজেলা
  • দক্ষিণ সুরমা উপজেলা
  • বালাগঞ্জ উপজেলা
  • ফেনসুগঞ্জ উপজেল
  • কোম্পানীগঞ্জ উপজেলা
  • গোয়াইনঘাট উপজেলা ইত্যাদি

সিলেট বিভাগের প্রধান নদ নদী

সিলেট বিভাগের প্রধান নদ নদীর মধ্যে উল্লেখযোগ্য ।
  • সুরমা নদী কুশিয়ারা নদী শরীর নদী সিলেট অঞ্চল
  • কালী নদী জাদুঘাটা নদী বাউল নদী সুনামগঞ্জ অঞ্চল
  • ধনু নদী ও ঢালাই নদী মৌলভীবাজার অঞ্চল
  • কোথায় নদী ,সুতাং নদী ও রত্না নদী (হবিগঞ্জ অঞ্চল)

সিলেট বিভাগের দর্শনীয় স্থানসমূহ

  • সিলেট বিভাগের দর্শনীয় স্থানসমূহ গুলোর মধ্যে সিলেট জেলায়
  • হযরত শাহজালাল ( র.) এবং হযরত শাহপরান ( র.) এর মাজার শরীফ সিলেট।
  • জাফলং শ্রীপুর তামাবিল ভোলাগঞ্জ পাথরকোয়ারি লাক্কাতুরআ চা বাগান বিছনাকান্দি খাসিয়া পুঞ্জি
  • জয়ন্তার রাজবাড়ী জৈন্তাপুর সিলেট
  • শ্রী চৈতন্যর জন্মস্থান গোপালগঞ্জ
  • রাতারগুল গোয়াইনঘাট সিলেট      

লেখকের মন্তব্য

আমার মতে সিলেট বাংলাদেশ এর মধ্যে একটি অন্যতম বিভাগ। যাকে দ্বিতীয় লন্ডন বলা হয়। বাংলাদেশের ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থানগুলো অবস্থান এই সিলেটে। সিলেটে আমরা উপর থেকে যা দেখলাম জানলাম রয়েছে জাফলং রয়েছে দুইজন পীরের মাজার শরীফ। অনেক আনন্দনীয় স্থানসমূহ।

রয়েছে অনেক নদনদী যা বাংলাদেশ কি সুন্দর করে তুলেছে। এই ছেলেটি অনেকে ই ছুটি কাটাতে পরিবার নিয়ে ঘুরতে যায়। সিলেটের বিখ্যাত চা বাংলাদেশের মানুষ খেয়ে থাকে। বাংলাদেশের অর্থনীতি সিলেট অনেক অগ্রযাত্রা এনে দিয়েছি এনে দিয়েছে উন্নত মাত্রার নতুন উদ্যান।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url