রাজশাহী বিভাগের জেলা সম্পর্কে বিস্তারিত জানুন
রাজশাহী বিভাগের সম্পর্কে ও জেলা সম্পর্কে আমরা অনেকে অনেক সঠিক তথ্য জানিনা। রাজশাহী বিভাগের মধ্যে অনেক জেলা রয়েছে। যা আমরা অনেকেই জানিনা।তাই আপনাদের কাছে রাজশাহী বিভাগ ও জেলা সম্পর্কে সব জানাবো।
বাংলাদেশের ৮ বিভাগের মধ্যে রাজশাহী একটি বিভাগ। এই বিভাগের মধ্যে অনেকগুলো জেলা উপজেলা রয়েছে। আসুন তাহলে আমরা জেনে নি রাজশাহী বিভাগের মধ্যে জেলা উপজেলা কি কি।
ভূমিকা
রাজশাহী আমাদের কাছে খুব পরিচিত একটি বিভাগ। সব বিভাগের থেকেও আছে অনেক উন্নত একটি বিভাগ।রাজশাহী আমের জন্য খুবই বিখ্যাত একটি বিভাগ। যা সব প্রান্তে মানুষ রাজশাহীর আম বলে সবার কাছে পরিচিত। রাজশাহী বিভাগের মধ্যে জেলা উপজেলা। কিছু দর্শনীয় জায়গাও রয়েছে উপভোগ করার জন্য। রাজশাহী ৮ টি জেলা নিয়ে গঠিত। যেমন চাপায় নবাবগঞ্জ, নওগাঁ , নাটোর, সিরাজগঞ্জ, এবং পাবনা, বগুড়া, ও জয়পুরহাট। এদের মধ্যে অনেক বিখ্যাত বিখ্যাত জায়গা রয়েছে। আসুন তাহলে রাজশাহী জেলা ও উপজেলা এসব কিছু সঠিক তথ্যগুলো আমরা জেনে নেই।
রাজশাহী বিভাগের ৮ টি জেলা সমূহ হলো:
- চাঁপাইনবাবগঞ্জ জেলা
- নাটোর জেলা
- নওগাঁ জেলা
- রাজশাহী জেলা
- জয়পুরহাট জেলা
- বগুড়া জেলা
- পাবনা জেলা
- সিরাজগঞ্জ জেলা
চাঁপাইনবাবগঞ্জ জেলা
চাঁপাইনবাবগঞ্জ জেলা উত্তর পশ্চিম অঞ্চলের বাংলাদেশের রাজশাহী বিভাগের একটি অঞ্চল। রাজশাহী বিভাগের এই জেলাটি কে কখনো চাপাই আবার কখনো নবাবগঞ্জ হিসেবে ডাকা হয়। এবং আমরা কমবেশি চাঁপাই নাম হিসেবে সবাই পরিচিত। এবং ভারত উপমহাদেশের বিভাগের আগের মাল দো জেলার একটি অংশ ছিল এটি।
আমরা অনেকে চাঁপাইনবাবগঞ্জকে আমের শহর হিসেবে চিনে থাকে। বা আমের দেশ হিসেবেও বলে সবাই জানেন। বাংলাদেশের মোট সব থেকে উৎপাদিত একটি বড় অংশ উৎপাদিত হয়ে থাকে। যার ফলে একে আমের রাজধানী বলা হয়। চাঁপাইয়ের আমগুলো অনেক সুস্বাদু যার কারণে একে আমের শহর বলা হয়।
চাঁপাইনবাবগঞ্জ এর কিছু উপজেলা সমূহ
- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা
- নাচোল উপজেলা
- গোমস্তাপুর উপজেলা
- ভোলাহাট উপজেলা
- শিবগঞ্জ উপজেলা
চাঁপাইনবাবগঞ্জের ভিতরে বয়ে গেছে অনেক ধরনের নদী। যেমন পদ্মা, মহানন্দা, পাগলা, পুনভবা।
পদ্মা নদীঃ গঙ্গা নদী ভারত হয়ে চাঁপাইনবাবগঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে থাকে। এবং শিবগঞ্জ উপজেলার পাশ দিয়ে নদী বয়ে গেছে। এই নদীর নাম রাখা হয়েছে পদ্মা নদী।
মহানন্দাঃ ভোলাহাট উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে এই মহানন্দা। ভারত থেকে বাংলাদেশে মধ্য দিয়ে প্রবেশ করেছে এই মহানন্দা। রাজধানীর গোদাগাড়ী সঙ্গে এই নদী মিলিত রয়েছে।চাঁপাইনবাবগঞ্জ শহরটি মহানন্দা নদীর তীরে অবস্থিত রয়েছে।
পাগলাঃ এটাও ভারত থেকে বইয়ে আসা পাগলা নদী শিবগঞ্জ উপজেলায় মোরা গাঙ্গার সাথে মিলিত হয়েছে এই নদী। আবার আবার কিছুক্ষণ এগিয়ে মহানন্দায় পড়েছে।
নাটোর জেলা
বাংলাদেশের রাজশাহী বিভাগের এই জেলাটি অবস্থিত রয়েছে। উত্তরে নওগাঁ জেলা ও বগুড়া জেলা অবস্থিত। এই জেলাটি বাংলাদেশের মূলত উত্তর ও পশ্চিমের আটটি জেলার ভেতরে এ হচ্ছে একটি জেলা। জেলাটির আয়তন হচ্ছে ১৯০৫.০৫ বর্গ কিলোমিটার। নাটোর বনলতা, ভবানী, সেন, নাটোর রাজবাড়ী, তোরা গণভবন, চলন বিল, কাঁচা গোল্লা, হালতে বিল এগুলোর জন্য খুব বিখ্যাত। নাটোর জেলায় অনেক উপজেলা রয়েছে।
নাটোর উপজেলা সমূহ
- নাটোর সদর উপজেলা
- বাগতিপাড়া উপজেলা
- গুরুদাসপুর উপজেলা
- লালপুর উপজেলা
- সিংড়া উপজেলা
- নলডাঙ্গা উপজেলা
- বড়ই গ্রাম উপজেলা
ইতিহাস
১৭০৬ সালে বান গাছির গনেশ রায় ও ভবানীচরণ ব্যর্থ হয়ে চাকরিত হন৷ আস্তে আস্তে এইভাবে নাটোরের রাজবংশের পতন হতে থাক। রাজা রামজীবনে নাটোর রাজ বংশে রাম জীবনের ভাই নামে বন্দোবস্ত নেওয়া হয়।১৭৩০ সালে রানী ভবানীর সাথে ভবানী রাজার দত্ত পুত্র রামকান্তের সাথে বিয়ে হয়। রাজা রামজীবন মরে যাওয়ার ফলে। পরবর্তীতে রামপ্রান্ত নাটোরে রাজা হন।
নাটোরে প্রধান নদী গুলো দেওয়া হল :
- পদ্মা নদী লালপুর
- আত্রাই নদী সিংড়া গুরুদাসপুর
- নাগর নদ সিংড়া
- তুলসী গঙ্গা
- বড়াল নদী বাগাতিপাড়া ও গুরুদাসপুর
নওগাঁ জেলা
নওগাঁ জেলায় বাংলাদেশের একটি প্রশাসনিক অঞ্চল। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে রাজশাহী বিভাগের অবস্থিত এই নওগাঁ জেলা।নওগাঁ বাংলাদেশের একটি এ শ্রেণি ভুক্ত জেলা । ভৌগলিকভাবে নওগাঁ জেলা বৃহত্তর বরেন্দ্রভূমির অংশ। এখানে দেখার মতো অনেক কিছু রয়েছে। ১৯৮৪ সালের ১ লা মার্চ পর্যন্ত নওগাঁ মহকুমা হিসেবে গণ্য করা হতোসেটি বর্তমান বাংলাদেশের নওগাঁ জেলা হিসেবে পরিচিতি।
নওগাঁ উপজেলা সমূহ
- ধামার হাট উপজেলা
- পত্নীতলা উপজেলা
- পোরশা উপজেলা
- বদল গাছি উপজেলা
- আত্রাই উপজেলা
- নওগাঁ সদর উপজেলা
- রানীনগর উপজেলা
- নিয়ামতপুর উপজেলা
- মহাদেবপুর উপজেলা
- সাপাহার উপজেলা
- মান্দা উপজেলা
- নওগাঁ তিনটি পৌরসভা রয়েছে
- নওগা পৌরসভা
- নজিপুর পৌরসভা
- ধামার হাট পৌরসভা
বগুড়া জেলা
বগুড়া জেলা উত্তর পশ্চিম অঞ্চলের বাংলাদেশের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। বগুড়া জেলা সংখ্যা অনুসারে বাংলাদেশ বাংলাদেশের একটি এ শ্রেণি ভুক্ত জেল। স্বাধীন সুলতান বাংলার একজন নাসির উদ্দিন খানের এই বগুড়া জেলার নামকরণ করা হয়ে থাকে। উত্তরবঙ্গে এই বগুড়া জেলা ঐতিহ্যবাহী প্রাচীন জনপদে গড়ে উঠেছি। বর্তমানে এখানে মহাস্থানগড় রয়েছে।
যা বগুড়া জেলায় অবস্থিত। এটি একটি পত্র তান্ত্রিক হিসেবে পরিচিত রয়েছে। বগুড়াকে আমরা উত্তরবঙ্গের প্রবেশদ্বারাও রাজধানী বলা হয়ে থাকে। এবং বগুড়া শিক্ষানগরী হিসেবে পরিচিত। বগুড়া পৌরসভা বাংলাদেশের সবচেয়ে বড় পৌরসভা।
বগুড়া উপজেলা
- আদমদিঘী উপজেলা
- ধনুট উপজেলা
- দুপ চাচিয়া উপজেলা
- গাবতলী উপজেলা
- বগুড়া সদর উপজেলা
- শাহজাহানপুর উপজেলা
- কাহালু উপজেলা
- নন্দীগ্রাম উপজেলা
- সারিয়াকান্দি উপজেলা
- শেরপুর উপজেলা
- সোনাতলা উপজেলা
- শিবগঞ্জ উপজেলা
লেখকের মন্তব্য
আমাদের রাজশাহী বিভাগের মধ্যে আটটি জেলা রয়েছে। এবং সাথে অনেক উপজেলা পৌরসভা ও রয়েছে। ঐতিহ্যবাহী জিনিস রয়েছে দর্শনীয়। আমাদের রাজশাহী জেলা সম্পর্কে আরো কিছু জানতে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কি জানতে চান। ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url