ভালোবাসার মানুসদের কে নিয়ে কিছু গল্প
ভালবাসা মানে আমরা অনেকে অনেক রকম ভাবে বুজি , আজ আপনাদের সাথে ভালবাসা নিয়ে কিছুগল্প সিয়ার করবো। আমাদের মনের মানুষকে নিয়ে আমাদের অনেক আবেগ র কল্পনা জন্মায়। আমরা সবাই একে অপরকে ভালবাসি এবং মায়া করি । ভালবাসা অনেক রকম হই আসুন গল্প পরি।
ভালবাসা মানে আমরা সবাই যেটা বুজি একে অপর কে ভালবাসা সেটা যেই হোক না কেন । ভালবাসার কোন সীমাহীন নাই মা, বাবা, ভাই, বোন আমরা সবাই কে ভালবাসি। পরিবার মানে আনন্দ, পরিবার মানে হাসি-খুশি। পরিবার না থাকলে সেটা অসম্পুন্ন্য লাগে। আসুন আজ আমরা কিছু খুনসুটি পরিবার ও ভালবাসার মানুষ কে নিয়ে কিছু গল্প।
মায়ের প্রতি ভালবাসা
মা আমাদের অতিগুরুত্ত পুণ্য । মায়ার ভালবাসায় আমরা মুদ্ধ । মায়ের ভালবাসার অপরে কোন ভালবাসা থাকে না । মা না থাকলে সেই সংসার কখনো পরিপুন্য থাকে না । আমরা একটা কথা সবাই জানি যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত । র এই কথা গুলো মনে প্রানে বিশ্বাস করি । মা আমাদের মনের কথা খুব সহজে বুজে নেই । যা অন্য কেও বুজতে পারে না মা আমাদের সকল আব্দার পুরুন করে থাকে ।
মা এমন একটা জিনিস তাকে অনেক কিছু সিয়ার করা যাই । এবং মন থেকে সব কথা বলা যাই । তাতে একটা অন্য রকম শান্তি লাগে । মা আমাদের অনেক শান্তি প্রিয় মানুষ । আমরা সব থেকে মায়ের কাছে বেশি আব্দার করতে পারি । র মা আমাদের সব সময় ভাল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে । মায়ের মতো ভালবাসা আমরা চাইলেও কথাও পাব না । কারন মা আমাদের সুখের দুখের সাথী। মা ছাড়া আমরা অচল মা আমাদের জান্নাত।
বাবার প্রতি ভালবাসা
বাবা মানে আমাদের পথচলা। বাবা মানে শক্ত একটা খুঁটি। বাবা মানে সুখ-দুখ ভাগ করে নেওয়া। বাবা আমাদের সকল চাওয়া পাওয়া আবদার পূরণ করা একটি মানুষ । বাবা আমাদের আশা পূরণ করা মানুষ। যার কোন তুলনাই হয় না।তার সকল পরিশ্রম দিয়ে সে আমাদের ভালো রাখার চেষ্টা করে। বাবা না থাকলে আমরা অচল।
এই শক্ত খুটিটা হয়তো বা আমরা পেতাম না। বাবা আমাদের জন্য কতই না কষ্ট করে। দিন রাত অনেক পরিশ্রম করে আমাদের তিন বেলা খাওয়ানোর জন্য। আসলে বাবা মানে আমাদের গুটি গুটি পায়ে পথ চলা। বাবা নিজে না খেয়ে মেয়েদেরকে খাওয়াই।
আসলে বাবা মানে বাবাই বাবার সাথে কারো তুলনা হয় ন। বাবা একজন তুলনা বিহীন । বাবা আমাদের জন্য কতই না কিছু করে। কারণ তাদের ছেলে মেয়েরা যেন অনেক ভালো থাকে। আমাদেরও কিছু করা উচিত তাদের জন্য। আমরাও চাই আমাদের বাবা মা যেন অনেক ভালো থাকে। তাদের সকল আশা যেন আমার ফোন করতে পারি। বাবা সবার উপরে। তোমার মত কেউ আগলে রাখতে পারবে না।
ভাইয়ের দুষ্টু মিষ্টি ভালবাসা
ভাই মানে কত আপন তাই না। ভাই মানে আমরা খেলার সাথী মনে করি। আসলে কি জানেন ভাইয়ের ভালোবাসা অনেক আলাদা। ছোট বোনের জন্য অনেক কিছু নিয়ে আসে তাকে গিফট করে কোন কিছু দিয়ে সকল আশা পূর্ণ করে। জানেন আমারও একটি ভাই আছে। আমার ভাইয়া আমার থেকে অনেক বড়। আমি তার ছোট্ট একটি বোন। আমার সাথে আমার ভাইয়ের অনেক ঝগড়া হয়।
আবার আবার অনেক রাগারাগিও হয়। আমরা ভাই বোনে কতই না খুনসুটি করি একে অপরের সাথে। আমার ভাই যখন আমার খাবার খেয়ে খেয়ে নেয়। তখন আমি অনেক রাগ করি। ভাইয়া তখন আবার সেই খাবারটা পরে নিলে আমাকে খাওয়াই দেয়। আসলেই এটাই হচ্ছে ভাই। যতই যায় করুক না কেন ভাই তো ভাই ই হয় তাই না।
বিপদে আপদে সব সময় দেখবেন ভাই কে পাশে পাবেন। সে আপনার সকল বিপদে এগিয়ে আসবে। সে আজীবন আপনার পাশে থাকবে। খুন সুটি ভিতর অনেক ভালোবাসা জমে থাকে। যা কখনোই আমরা খালি চোখে দেখতে পাই না। কিন্তু মন থেকে অনুভব করলে অবশ্যই আমরা বুঝতে পারি।
তাই ভাই আমাদের আসলে অতি প্রয়োজন একটা মানুষ।
ভাই না থাকলে আমাদের সংসার চলবেই না। খুনসুটি মানুষগুলা না থাকলে কি করে ভালো থাকা যায় বলেন। আর ভাই বোন তো সবাই সবসময় খুনসুটির ভিতরই থাকে। তাই ভাই আমাদের অতি প্রয়োজন।
বোনের দুষ্টু মিষ্টি ভালবাসা
বোন মানে মায়ের সমতুল্য। যা যাদের বোন আছে তারাই একমাত্র বুঝতে পারে বোন জিনিসটা কি। বোন আমাদের মনের বাসার সকল বুঝতে পারে। আমাদের না বলা কথাগুলো কিভাবে যেন বোঝা যায়। বোন আমাদের সুখে দুখে শেয়ার করে থাকে। বোন মানে অদ্ভুত জিনিস। একমাত্র যাদের আছে ফিল করে । আমার বড় বোন আছে।
যতই অন্যায় করি না কেন কখনো রাগ করে না। বড্ড অনেক ভালোবাসে। আমি কি খেতে পছন্দ করি কিনা করি কেন জানি সব বুঝে সেগুলো রান্না করে। আমার তো আমার বোনের হাতে রান্না খেতে খুব ভালো লাগে। আমার বোনের সাথে কখনো আমার ঝগড়া হয় না। কেন আমি সব সময় একটাই ফিল করি। বন্ধু আমার মায়ের মত অনেক যত্ন করে অনেক ভালোবাসে। তার ভালোবাসাটা অনেক আলাদা। আমি ভাগ্য করে একটা বোন পেয়েছি। আমার বোনের মত কোন তুলনাই হয় না।
আমি আমার বোনকে অনেক ভালোবাসি। বোনতো মায়ের মত হয় তাই না। মা যখন থাকে না বোন তখন অনেক আদর স্নেহ করে এবং বুকের মাঝে আগলে রাখে যেটা মায়ের মত। তার সন্তানকে যেভাবে আগলে রাখে। তাই বোন মানে ভালোবাসার জিনিস। সবার জন্য একটা করে বোন থাকে। কারণ সবাই যেন এই ভালোবাসাটা পাই।
প্রিয় মানুষের ভালোবাসা
আজ ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আ ১৪ ফেব্রুয়ারি সবাই অনেক সুন্দর ভাবে কাটাবে তার ভালোবাসার মানুষের সাথে। কত না সুন্দর একটা দিন আজকে। ১৪ ই ফেব্রুয়ারি রোজ বুধবার এই দিনটাকে সবাই সুন্দরভাবে উপভোগ করব। ভালোবাসা এমন একটা জিনিস যা ভোলার মতো না। আমি একজনকে অনেক বেশি ভালোবাসি।
আজ এই দিনটাকে তাকে খুব মিস করতেছি। সে হয়তো আমারপাশে নেই আমার কাছে নেই তাকে আমি অনেক অনুভব করতেছি। সে আর কে বলেন তো। ভালোবাসার প্রিয় মানুষ। যে আমাদের সবার জীবনেই আছে। আমারও সেই প্রিয় মানুষটি আছে। আমার প্রিয় মানুষটা মনে হয় এভাবেই মিস করতেছে। একসাথে পথ চলাফেরা কিছু কিছু আবদার পূরণ করা
আমরা সেই প্রিয় মানুষটার সাথেই করি তাই না। আমার প্রিয় মানুষটা অনেক দূরে থাকে। সে দূর থেকে আমাকে অনেক ভালোবাসা। আমার সকল আবদার সে পূরণ করে। আমি যেন সবসময় ভালো থাকি।
আমার প্রিয় মানুষটি অনেক রাগী। রাগী মানুষরা নাকি অনেক ভালোবাসে। আসলেই তাই রাগী মানুষরা অনেক ভালো হয় তারা তার প্রিয়জনকে অনেক আগলে রাখে অনেক ভালোবাসে।
রাগী মানুষগুলো মনের দিক থেকে অনেক ভালো হয়। আমি নিজের পেয়ে দাড়াই নিজে কিছু করি সে সবসময় আমার সাপোর্ট করে। আমাকে অনুপ্রেরণা দেয়। তুমি পারবা যে তুমি পারবা। এরকম টেকেয়ার একজন ভালবাসার মানুষ পাওয়া দুষ্কর বিষয়।যা সবার কপালে থাকে না । আমি তো অনেক হ্যাপি এরকম ভালোবাসার মানুষ পাইছি।
লেখকের মন্তব্য
আমরা আমাদের ফ্যামিলিকে খুব ভালোবাসি।ভালোবাসে কোন প্রকারভেদ নাই। না কোন দিনকাল আছে। আমরা যেকোনো সময় সব সময় ভালবাসতে পারি। যেমন মা বাবা ভাই বোন আত্মীয়-স্বজন প্রিয় মানুষটিকে। আমার মত আপনারও তো সবাই এভাবেই ভালোবাসেন আপনাদের ফ্যামিলিকে প্রিয় মানুষটিকে আপনাদের পরিবার সবাইক
আসলে আমাদের সবার ভালোবাসা যেন এভাবে সারা জীবনপরিপূর্ণ হয়ে থাকে। আমাদের পরিবারের কিছু ভালবাসার গল্প আপনাদের কাছে শেয়ার করলাম ।যদি ভালো লাগে শেয়ার করে দিবেন।আর আপনারা যদি এই গল্পটা পছন্দ করে থাকেন।তাহলে আপনারা নিচে আপনাদের নিজের মন্তব্য গুলো কমেন্ট করতে পারবেন। কমেন্ট করে আপনারা কি জানতে চান দেখতে চান অবশ্যই জানাবেন প্লিজ। সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ।
আরও পড়ুনঃ আজিমা সম্পর্কে
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url