রংপুর বিভাগের ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত জানুন

বাংলাদেশের মধ্যে রংপুর বিভাগ রয়েছে।,এই বিভাগে অনেক জেলা রয়েছে। এবং রংপুর বিভাগের কয়েকটি জেলা উপজেলা আমরা অনেকেই তা জানিনা, বা এটা সম্পর্কে কোন ধারণা নাই। আমরা জানি বাংলাদেশের যতগুলো বিভাগ রয়েছে তার ভিতরে রংপুর বিভাগ সবথেকে অন্যতম একটি বিভাগ।
রংপুর বিভাগের ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত জানুন
আগে রংপুর একটি জেলা ছিল,এখন বর্তমানে একটি বাংলাদেশের বিভাগে অবস্থিত এ রংপুর তাই রংপুর বিভাগের সম্পর্কে অনেক মানুষেরই কম ধারণা রয়েছে। তাহলে দেখে আসি রংপুর বিভাগ ও জেলা মধ্যে কি কি রয়েছে ও কি কি আছে এবং এটা সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

ভূমিকা 

 উত্তর বঙ্গের বিভাগীয় জেলা রংপুর । রংপুর বিভাগের মোট জেলা সংখ্যা মোট ৮ টি । এই ৮ টি জেলা নিয়ে এই বিভাগ টি তৈরি । এই বিভাগ টিতে অনেক অঞ্চল ই গ্রাম । এবং এই গ্রাম গুলো অনেক সুন্দর । এই সুন্দর সুন্দর গ্রাম নিয়ে গড়ে উঠেছে এই রংপুর বিভাগ । এখানে অনেক সুন্দর সুন্দর নয়নভিরাম জায়গা রয়েছে যা দেখলে চোখ ফিরানো সম্ভব নয় ।

অনেক ঐতিহাসিক স্থান রয়েছে । অনেক সুন্দর মসজিদ রয়েছে । অনেক বড় বড় গণ্য মান্য ব্যাক্তির জন্ম হয়েছে এই রংপুর এ । এই রংপুর বিভাগ তামাক দিয়ে বিখ্যাত । রংপুর বিভাগের অন্তর ভুক্ত দিনাজ পুর লিচুর জন্য বিখ্যাত । সারা দেশ জুড়ে রংপুর অনেক। নাম রয়েছে এগুলো নিয়ে ।

রংপুর বিভাগের অবস্থান ও জনসখা 

বাংলাদেশ এ উত্তর অঞ্চলে অবস্থিত রংপুর বিভাগ ।
রংপুরের আয়তন ১৬১২৫.০১ ব ২৫°২০` থেকে ২৬°৩৭` থেকে উত্তরঅক্ষাংশ এবং ৮৮°৫০` থেকে ৮৯°৫৩` দ্রাঘিমা অংশ । সীমানা : উত্তর ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যে , দক্ষিণে জয়পুর হাট,বগুড়া
ও জামালপুর জেলা , পূর্বে ভারতের আসাম রাজ্য, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য । জনসংখ্যা ১৫৭৮৭৭৫৮; পুরুষ ৭৮৮১৮২৪, মহিলা ৭৯০৫৯৩৪ । মুসলিম ১৩৫৮২০৬৭ ,হিন্দু ২০৮৬১৪৮ , বৌদ্ধ ২৭৭৬ , খ্রিস্টান ৫৯২৪৫ এবং অন্যান্য ৫৭৫২২।


রংপুরের জলাশয় বা নদী 

  •  রংপুর বিভাগের মধ্যে
  • অনেক নদী রয়েছে । তার মধ্যে উল্লেখযোগ্য গুলো :
  • ব্রহ্মপুত্র নদ
  • তিস্তা নদী
  • ঘাঘট নদী
  • করতোয়া নদী
  • আখিরা - মাচ্চা নদী
  • ধাইজান নদী
  •  চিকলি নদী
  • বুরিখোরা নদী
  • দুধকুমার নদী
  • দেওনাই নদী - চারালকাটা - জমুনেশ্বরী নদী

রংপুরের কিছু ঐতিহাসিক স্থান সমূহ 

  • রংপুরে অনেক দেখার মত ঐতিহাসিক স্থান রয়েছে ।
  • তাজহাট জমিদার বাড়ি , অষ্টদশকের শতকের এই
  • তাজহাট প্রাসাদ টি রংপুরের সবথেকে জনপ্রিয় একটি
  • পর্যটন কেন্দ্র ।
  • পুঠিয়া মন্দির কমপ্লেক্স
  • বরেন্দ্র গবেষণা জাদুঘর
  • বাঘা মসজিদ
  • কাঠরা মসজিদ
  • কাঠগোলা বাগান
  • জগৎ শেঠের বাড়ি
  • নবাব সিরজউদ্দৌলার সমাধি

রংপুর বিভাগের বিখ্যাত যারা 

  •  এই রংপুর যেই যেই বিখ্যাত ব্যাক্তি গণ জন্ম গ্রহণ করেন , তারা হলো
  • উইলিয়াম বেভারিজ ( ব্রিটিশ অর্থনীতিবিদ )
  • বেগম রোকেয়া ( বাংলার মুসলিম নারির জাগরণের অগ্রদূত)
  •  মসিউর রহমান (সাবেক প্রধান মন্ত্রী ১৯৭৯ )
  •  হুসেইন মোহাম্মদ এরশাদ ( বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও ষষ্ট সেনাপ্রধান , বাংলাদেশ সোবাহিনী এবং জাতীয় পার্টির চেয়ারম্যান)

রংপরের কিছু বিখ্যাত প্রতিষ্ঠান 

  • রংপুর এর কিছু গুরুত্বপূর্ণ ও বিখ্যাত প্রতিষ্ঠান গুলো
  • ১ টি সরকারি বিশ্ববিদ্যালয় ( বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়)
  • ৩ টি বিশ্ববিদ্যালয় কলেজ
  • ৫৯ টি কলেজ
  •  ১ টি সরকারি মেডিকেল কলেজ
  •  ডেন্টাল কলেজ
  • ৪ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান

রংপুর বিভাগের কিছু বিখ্যাত মসজিদ 

  •  রংপুর বিভাগের কিছু বিখ্যাত মসজিদ সমূহের মধ্যে উল্লেখ যোগ্য
  • কেরামতিয়া জমে মসজিদ ( মুন্সী পারা, রংপুর )
  • নয়াবাদ জমে মসজিদ ( নয়াবাদ, দিনাজপুর )
  • চিনিস মসজিদ ( সৈয়দ পুর , নীলফামারী )
  • জামালপুর জমে মসজিদ ( ঠাকুরগাঁও)
  • সূরা মসজিদ ( ঘোড়াঘাট , রংপুর )
  • ৬৯ হিজরী মসজিদ ( লালমনির হাট )

লেখকের মন্তব্য 

আমার মতে রংপুর অনেক সুন্দর একটি জায়গা । বাংলা দেশের সুন্দর জেলা ও বিভাগের মধ্যে অন্য তম একটি রংপুর । এই রংপুরের সুন্দর মনোমুগ্ধ কর জায়গা গুলোর নাম ওপরে লেখা হয়েছে । এখানে রয়েছে অনেক সুন্দর ও ঐতিহাসিক মসজিদ । আমার দেখা সহর গুলোর মধ্যে রংপুর অনেক সুন্দর ও অন্যতম । আপনাদের যদি রংপুর শহর নিয়ে এ বিস্তারিত নিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আসসালামুয়ালাইকুম। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url