চাঁপাই এর বিখ্যাত দর্শনীয় স্থানগুলো সম্পর্কে জানুন
রাজশাহী বিভাগের মধ্যে চাঁপাই জেল। আমরা অনেকেই চাঁপাই জেলার মধ্যে দর্শনীয় স্থানগুলো জানিনা আসুন চাঁপাই জেলার বিখ্যাত দর্শনীয় স্থানগুলো সম্পর্কে জেনে নিন। চাপাই সম্পর্কে আমাদের অনেক অজানা তথ্য রয়েছে।
চাঁপাই জেলার মধ্যে বিখ্যাত দর্শন গুলো ভেতরে দর্শন গুলো অনেক ঐতিহ্য রয়েছে। আসুন সেগুলো সম্পর্কে আমরা জানি।এবং রাজশাহী বিভাগের মধ্যে চাঁপাই জেলা অবিস্থত, চাঁপাই আমের জন্য খুব বিখ্যাত। এবং এখানে দেখার মতো অনেক দর্শনীয় স্থান রয়ছে। আমরা আজ চাঁপাই দর্শনীয় স্থান গুলো সম্পর্কে বিস্তারিত জানব।
ভূমিকা
চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ এর উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি জেলা। রাজশাহী বিভাগের অন্তর্গত এই জেলাটিকে কখনো নবাবগঞ্জ এবং চাঁপাই নামেও ডাকা হয়। ভারত উপমহাদেশ বিভাগের আগে এটি মালদহ জেলার একটি অংশ ছিল। ১৯৪৭ সালে এটি মালদহ থেকে আলাদা হয়ে পূর্ব পাকিস্থানে অন্তর্ভুক্ত হয়।
১৯৮৪ সালে একটি একক জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। অনেকে চাঁপাইনবাবগঞ্জকে 'আমের শহর' বা 'আমের দেশ' বলেও জানে। এই জেলায় বাংলাদেশের মোট উৎপাদিত আমের একটি বড় অংশ উৎপাদিত হয় যার ফলে একে 'আমের রাজধানী' বলা হয় এবং উৎপাদিত এই আমগুলো হয়ে থাকে খুবই সুস্বাদু যার কারনে একে 'আমের শহর' বলা।
চাঁপাইয়ের বিখ্যাত আম
চাঁপাইনবাবগঞ্জ জেলা বাংলাদেশের আমের রাজধানী হিসেবে পরিচিত, কারণ গ্রীষ্মকালীন এই ফলটি চাঁপাইনবাবগঞ্জ জেলার অর্থনীতির প্রধান উৎস। চাঁপাইনবাবগঞ্জ জেলার অধিকাংশ জমি বিভিন্ন ধরনের আমের গাছে ভরপুর থাকে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় সবচেয়ে বেশি আম উৎপন্ন হয় শিবগঞ্জ, ভোলাহাট,নাচোল ও গোমস্তাপুর উপজেলায়। চাঁপাইনবাবগঞ্জ জেলায় উৎপাদিত আমের মধ্যে হচ্ছে, ফজলি, ল্যাংড়া, ক্ষীরশাপাতি, আশ্বিনা, বোম্বাই অন্যতম ।
চাঁপাই এর তেভাগা আন্দোলন
নাচোলে তেভাগা আন্দোলন শুরু হয়। পদ্মা-মহানন্দা-পুনর্ভবার কোল ঘেঁষে গড়ে ওঠা চাঁপাইনবাবগঞ্জ ছিল মধ্যযুগের মুসলিম বাংলার প্রাণকেন্দ্র গৌড় নগরীর এক অগ্রসর জনপদ। সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে সংঘটিত নীল বিদ্রোহ ও সাঁওতাল বিদ্রোহ, পাকিস্তান আমলে নাচোলের কৃষক বিদ্রোহ, বায়ান্নর ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধ এবং এমনকি স্বাধীনতা-পরবর্তী সময়ে স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানসহ প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনে চাঁপাইনবাবগঞ্জবাসী তাদের বিদ্রোহী ও অধিকারসচেতন সত্তার প্রমাণ দিয়েছেন।
সাংস্কৃতি অনুষ্ঠান গম্ভীরা
গম্ভীরা বাংলাদেশের লোকসঙ্গীতের অন্যতম একটি ধারা। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা ও পশ্চিমবঙ্গের মালদহ অঞ্চলে গম্ভীরার প্রচলন রয়েছে। গম্ভীরা দলবদ্ধভাবে গাওয়া হয়। এটি বর্ণনামূলক গান। চাঁপাইনবাবগঞ্জ জেলা অঞ্চলের গম্ভীরার মুখ্য চরিত্রে নানা-নাতি খুব জনপ্রিয়।
চাপাইয়ের বিখ্যাত ছোটো সোনা মসজিদ
৫০০ বছরের ইতিহাসের সাক্ষী এই মসজিদ। প্রাচীন বাংলার রাজধানী গৌড় নগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এ স্থাপনাটি নির্মিত হয়েছিল, যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে। মধ্যযুগের সুলতানি আমলের গৌড়নগরীর এক ঐতিহাসিক স্থাপনা এই ছোট সোনা মসজিদ। মসজিদটিকে বলা হতো 'গৌড়ের রত্ন'।
চাঁপাইয়ের বিখ্যাত স্বপ্নপল্লী পার্ক
স্বপ্ন পল্লী ৪নং নেজাপুর ইউনিনের ৯নং ওয়ার্ডের জংলা দোগাছী হাই স্কুল এ্যান্ড কলেজের পূর্ব পাশে অবস্থিত। যা একটি বিনোদন মূলক পার্ক। যা দেখলে আমাদের পল্লীর মানেুষের অতীত ঐতিয্যকে স্বরণ করিয়ে দেয়। যেখানে সবসময় মানুষের ভিড় হয়।
লেখকের মন্তব্য
চাঁপাইয়ের বিখ্যাত দর্শনে ও স্থানগুলো ঐতিহ্য হিসেবে সবাই চিনে থাকে। যেমন আমরা চাঁপাইয়ের আম হিসেবে সবাই পরিচিত। চাঁপাই সোনা মসজিদ ও স্বপ্নপল্লী এবং গম্ভীরা আরো অনেক ঐতিহ্য ঘিরে রয়েছে। এই ঐতিহ্য গুলো মানুষের সৌন্দর্য আরো বাড়ায় দেয। এখানে আপনি আরো আগের পুরনো কিছু ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। তাই চাপায় বিখ্যাত দর্শনে স্থান গুলো দেখার অনুরোধ জানাচ্ছি। ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন।আসসালামু আলাইকুম।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url